জবা পাতার ১৫টি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন

জবা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জেনে নেওয়া প্রয়োজন। কেননা জবা পাতার এমন সকল গুনাগুন রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ভূমিকা পালন করে থাকে।

জবা-পাতার-উপকারিতা-ও-অপকারিতা
জবা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে নিচের দেওয়া আর্টিকেলটি খুব যত্ন সহকারে পড়ার চেষ্টা করতে হবে। তাহলেই আপনারা জবা পাতার যাবতীয় গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবেন।

সূচিপত্রঃ জবা পাতার যাবতীয় গুণাবলী বিস্তারিতভাবে জেনে নিন

জবা পাতার উপকারিতা ও অপকারিতা

জবা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। চলুন তাহলে জেনে আসি। জবা পাতা একটি গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান। এটি সাধারণত স্বাস্থ্য ও সৌন্দর্য চর্চায় কাজ করে থাকে। আজকে আমরা জবা পাতার যাবতীয় ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে আলোচনা করা যাক।

জবা পাতার উপকারিতা গুলোঃ

  • জবা পাতা শরীরের অতিরিক্ত চর্বি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনারা জবা পাতার চা তৈরি করে খেতে পারেন।
  • ক্ষুধা কমানোর জন্য আপনারা জবা পাতার রস খেতে পারেন। এটি ক্ষুধা কমাতে সহায়তা করে থাকে।
  • যাদের পিত্তথলিতে পাথর রয়েছে, তারা এটি অপসরণের জন্য জবা পাতার রস খাওয়ার চেষ্টা করতে পারেন।
  • যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা এই সমস্যা দূর করার জন্য জবা পাতার রস খাওয়ার চেষ্টা করতে পারেন।
  • যাদের কিডনি রোগ রয়েছে, তারা জবা পাতার রস সেবন করতে পারেন।
  • জবা পাতার চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যার কারণে এটি সেবনে টাইপ-২ ডায়াবেটিসের জন্য উপকারী হয়ে থাকে।
  • জবা পাতার রস সেবন করার ফলে শরীরের খারাপ কোলেস্টেরল এর মাত্রা এটি কমিয়ে দিয়ে হৃদরোগের ঝুঁকি থেকে রক্ষা করে থাকে।
  • যাদের আর্থাইটিসের প্রদান রয়েছে, তারা জবা পাতার রস সেবন করতে পারেন। এটি এ ধরনের প্রদাহ কমাতে সহায়তা করে থাকে।
  • জবা পাতার রস সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এটি খাওয়ার ফলে ত্বকের ব্রণ ও কালো দাগ দূর হয়ে থাকে।
  • জবা পাতার রস সেবন করার ফলে বদহজম অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা দূর করা সম্ভব হয়।
  • মানসিক চাপ কমানোর জন্য আপনারা জবা পাতার রস সেবন করতে পারেন। কেননা এটি খাওয়ার ফলে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যার ফলে মানসিক চাপ কমে থাকে।
  • জবা পাতার রস খাওয়ার ফলে আমাদের শরীরের রক্তকে বিশুদ্ধ করা সম্ভব হয়। রক্ত বিশুদ্ধ করার ফলে এটি ত্বকের ফুসকুড়ি, একজিমা দূর করে থাকে।
  • অতিরিক্ত খাবার গ্রহণের ফলে এসিডিটির সমস্যায় পড়লে জবা পাতার রস সেবন করতে পারেন। এটি এসিডিটি কমাতে সহায়তা করে থাকে।
  • মেয়েদের মাসিকের ব্যথা উঠলে, জবা পাতার রস খেতে পারেন। এটি মাসিকের ব্যথা কমাতে সহায়তা করে থাকে।
  • জ্বর হলে জবা পাতার রস সেবন করতে পারেন। এটি সেবনে শরীর ঠান্ডা হয় এবং ধীরে ধীরে জ্বরের তাপমাত্রা কমে আসে।

জবা পাতার অপকারিতা গুলোঃ

  • যাদের এলার্জি সমস্যা রয়েছে, তাদের জবা পাতার রস খাওয়া উচিত হবে না। এতে ক্ষতি হতে পারে।
  • জবা পাতার রস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে এটি অতিরিক্ত পরিমাণে খেলে বমি বমি ভাব হতে পারে।
  • জবা পাতার রস ঠান্ডা জাতীয়। তাই এটি খাওয়ার ফলে ফুসফুসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • যাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তারা যদি জবা পাতার রস অতিরিক্ত সেবন করে, তাহলে মাথা ঘোরা, বমি বমি ভাব এবং বুক ধড়ফড় করার মত সমস্যা হতে পারে।
  • গর্ভাবস্থায় জবা পাতার কোন কিছুই খাওয়া উচিত নয়। কেননা এই সময় এটি খেলে গর্ভপাতের ঝুঁকি বহু গুনে বেড়ে যেতে পারে। 
  • রাতের সময় জবা পাতা দিয়ে তৈরি চা খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। কেননা রাতে এটি খেলে ঘুমের সমস্যা হতে পারে।
  • জবাব পাতার রস যাতে চোখে না পড়ে সেই দিকে নজর রাখতে হবে। কেননা চোখে এর রস গেলে চোখ জ্বালাপোড়া করে।

জবা পাতার রস খেলে কি হয়

জবা পাতার রস খেলে কি হয় এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা জবা পাতার রস খাওয়ার ফলে কি ধরনের কার্যকারিতা পাওয়া যায় তা জেনে নেওয়ার চেষ্টা করবো। জবা পাতার রস স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি খাওয়ার আগে অবশ্যই সতর্কতা মেনে খাওয়ার চেষ্টা করতে হবে। জবা পাটায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান।

এজন্য এই পাতার রস খাওয়ার ফলে আমাদের শরীরের ফ্রি রাডিকেল এর সাথে লড়াই করে আমাদের শরীরের থাকা কোষের ক্ষতি রোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও জবা পাতার রস সেবন করার ফলে রক্তচাপ অনেকাংশেই নিয়ন্ত্রণ হতে দেখা যায়। এটি গবেষণা থেকে জানতে পারা গেছে। তাই যাদের রক্তচাপের সমস্যা রয়েছে, তারা জবা পাতার রস সেবন করতে পারেন।
তাছাড়াও জবা পাতার রসের আরও একটি গুণাবলী হল্‌ এটি খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়। আর ভালো কোলেস্টেরল বৃদ্ধিতে এটি সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও যাদের হজমশক্তির সমস্যা রয়েছে, তারা এই সমস্যা দূর করতে জবা পাতার রস খাওয়ার চেষ্টা করতে পারেন। এভাবে জবা পাতার রস নানাভাবে আমাদের শরীরের উন্নতি সাধন করে থাকে। এছাড়াও আপনারা উপরের আলোচনা থেকে জবা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।

চুলের জন্য জবা পাতার উপকারিতা

চুলের জন্য জবা পাতার উপকারিতা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের পর্বে আমরা চেষ্টা করবো চুলের জন্য জবা পাতা কিরূপ ভূমিকা রাখে তা জানিয়ে দেওয়ার। জবা পাতাকে আপনারা চুলের যত্নে কাজে লাগাতে পারেন। এজন্য আপনারা কয়েকটি চুলের জন্য হেয়ার প্যাক তৈরি করতে পারেন।

  • জবা পাতা দিয়ে চুলের হেয়ার প্যাক তৈরি করার জন্য প্রথমে আপনাদের এক মুঠো জবা পাতা সংগ্রহ করতে হবে। এরপর আপনারা জবা পাতাগুলোকে কিছু পরিমাণ জলে এক ঘণ্টা মত ভিজিয়ে রাখবেন। তারপর জবা পাতাগুলোকে বেটে নেন। জবা পাতার বাটা অংশ থেকে রস বের করে ফেলুন। এরপর পেঁয়াজ সংগ্রহ করুন এবং এর থেকে রস বের করুন। তারপর পেঁয়াজের রস এবং জবা পাতার রস একসঙ্গে মিশিয়ে ফেলুন। তারপর এই মিশ্রণটি আপনার চুলের স্কাল্পে লাগিয়ে নিন। এভাবে আপনারা মাসে দুই থেকে তিন দিন, এটি চুলে ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনাদের চুল পড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।
  • চুলের যত্নে আরেকটি টোটকা ব্যবহার করতে পারেন। এজন্য আপনাদের প্রথমে চারটি জবা ফুল নিতে হবে, আরও নিতে হবে চারটি জবা পাতা। তারপর সবগুলো একসঙ্গে মিস করতে হবে। মিশ্রণটির সাথে এবার হেনা পাউডার মিস করে দিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিতে হবে। তারপর এই মিশ্রণটি আপনার চুলের স্কাল্পে এক ঘণ্টার মতো লাগিয়ে রাখতে হবে। এরপর শ্যাম্পু করে তা ধুয়ে ফেলতে হবে।

জবা পাতা খাওয়ার নিয়ম

জবা পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা জবা পাতা খাওয়ার যাবতীয় নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

  • জবা পাতার চা তৈরি করে আপনারা তা খেতে পারেন। চাকে আরো মজাদার করে তুলতে চায়ের সাথে মধু মিস করে খেতে পারেন। এটি আপনারা নিয়মিত ১ থেকে ২ চামচ খেতে পারেন।
  • আপনারা জবা পাতার রস বের করে খেতে পারেন। এজন্য আপনারা ব্লেন্ডারে প্রথমে কিছু জবা পাতা নিয়ে নিবেন। তারপর ব্লেন্ড করে এর থেকে রস বের করে নিবেন। এই রসের সাথে আপনারা এক চামচ মধু মিশিয়ে দিতে পারেন। এরপর সকালে খালি পেটে খেয়ে ফেলবেন। এটি আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়ার চেষ্টা করবেন।
  • জবা পাতা কে শুকিয়ে নিয়ে সেগুলোকে গুঁড়া করে নিবেন। এরপর জবা পাতার গুঁড়া থেকে এক চামচ গুঁড়া নিয়ে এক গ্লাস পানির সাথে মিস করে খেয়ে ফেলবেন। নিয়মিত এটি এভাবে খেতে পারেন।
  • আরো পড়ুনঃ বরই পাতার উপকারিতা এলার্জি নির্মূলে এই সম্পর্কে জানুন চাঞ্চল্যকর তথ্য  

  • আপনারা আরও একটি উপায় অবলম্বন করে জবা পাতা খেতে পারেন। এজন্য আপনারা বেশ কয়েকটি জবা পাতাকে বেটে নিয়ে তার সাথে এক চামচ পরিমাণ মধু মিশিয়ে নিবেন। এরপর তা সকলে ঘুম থেকে উঠে খালি পেটে অথবা রাতে যখন ঘুমাতে যাবেন তখন খেয়ে নিবেন।

জবা পাতার ব্যবহার জানুন

জবা পাতার ব্যবহার সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা জবা পাতার ব্যবহার সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

জবা-পাতার-ব্যবহার
  • জবা পাতাকে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন। এটিকে আপনারা চাইলে চাটনি হিসেবে অথবা শস হিসেবে তৈরি করে খেতে পারেন। এটি খাবারে ব্যবহার করলে খাবারে একটি সুগন্ধি স্বাদ যুক্ত করা সম্ভব হয়। এছাড়াও আপনারা জবা পাতাকে সুপ হিসেবেও তৈরি করে খেতে পারেন।
  • জবা পাতাকে শরীরের নানা সমস্যার ওষুধ হিসেবে কাজে লাগাতে পারেন। যাদের হজমের সমস্যা রয়েছে বা বদ হজমের সমস্যা রয়েছে, তারা এটি খেতে পারেন। এটি খাওয়ার ফলে শরীর শীতল থাকে। সেই সাথে জ্বরের সমস্যা থেকে মুক্তি দিতে এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও জবা পাতার রস ত্বকের সমস্যা ঠিক করার জন্য এবং শরীরের কোথাও ক্ষত থাকলে তা নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
  • আরো পড়ুনঃ তুলসি পাতার ১৯টি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন  

  • জবা পাতাকে ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। জবা পাতাকে ব্যবহার করে তৈরিকৃত পেস্ট ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ত্বকে থাকা ব্রন দূর করা যায়। এছাড়াও জবা পাতার রস চুলের গোড়ায় লাগালে চুলের থাকা খুশকি সমস্যা খুব সহজে দূর করা যায়। এছাড়াও আপনারা উপরের আলোচনা থেকে জবা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।

জবা পাতা ও মধু খেলে কি হয়

জবা পাতা ও মধু খেলে কি হয় এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা জবা পাতা ও মধু একসঙ্গে খেলে কি হয় তা জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

  • জবা পাতা ও মধু একসঙ্গে মিস করে খাওয়ার ফলে নানা উপকারিতা সাধিত হয়ে থাকে। এমন একটি উপকারিতা হলো সর্দি কাশি সমস্যা দূর হওয়া। মধুতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা সর্দি কাশি ভালো করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে গলার ব্যথা দূর করার জন্য জবা পাতা ভূমিকা পালন করে থাকে।
  • হজমের সমস্যা এবং পেটের সমস্যা থাকলে মধু খাওয়ার ফলে তা ভালো হয়ে যায়। অন্যদিকে যদি গ্যাস ও অম্বলের সমস্যা থাকে, তবে জবা পাতা খেলে সেটিও ভালো হয়ে যায়।
  • রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য জবা পাতা কাজ করে থাকে। অন্যদিকে হৃদপিন্ডের সুরক্ষায় মধু কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
  • জবা পাতার রস চুলে ব্যবহার করার ফলে চুলের গোড়া শক্তিশালী হয়। অন্যদিকে মধু খাওয়ার ফলে ত্বকের আদ্রতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়াও আপনারা উপরের আলোচনা থেকে জবা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।

জবা পাতা মুখে দিলে কি হয়

জবা পাতা মুখে দিলে কি হয় এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা জবা পাতা মুখে দেওয়ার ফলে কি ধরনের উপকারিতা সাধিত হয়ে থাকে তা জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। জবা পাতা মুখে দেওয়ার ফলে মুখের দুর্গন্ধ খুব সহজে দূর হয়ে থাকে। কেননা জবা পাতায় রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল গুন, যা মুখে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।

এছাড়াও মুখের ভেতর কোন প্রকার ছোট ধরনের ঘা হলে তা ভালো করা যায় জবা পাতার মাধ্যমে। এজন্য জবা পাতাকে চিবিয়ে খেতে হবে। এছাড়াও জবা পাতা দাঁতের মাড়ির ইনফেকশন কে দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও যাদের দাঁতের হলদেভাব রয়েছে তারা জবা পাতাকে কাজে লাগিয়ে দাঁতের হলদে ভাব দূর করতে পারেন।

এই ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আপনারা জবা পাতাকে চিবিয়ে খেতে পারেন। এভাবে খেলেই এই গুণগুলো পাওয়া যাবে। এছাড়াও আপনারা উপরের আলোচনা থেকে জবা পাতার উপকারিতা ও অপকারিতা এবং জবা পাতার রস খেলে কি হয় এই সম্পর্কেও বিস্তারিত জেনে আসতে পারেন।

জবা পাতা মাথায় দিলে কি হয়

জবা পাতা মাথায় দিলে কি হয় এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা জবা পাতা মাথায় দিলে কেমন ধরনের উপকারিতা পাওয়া যায় তা জেনে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

জবা-পাতা-মাথায়-দিলে-কি-হয়
  • জবা পাতাকে আপনারা পেস্ট করে মাথায় ব্যবহার করতে পারেন। এজন্য আপনারা বেশ কিছু জবা পাতা নিয়ে সেগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে পেস্ট তৈরি করে নিবেন। এরপর আপনারা মাথার স্কাল্পে ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখবেন। এরপর শ্যাম্পু করে তা ধুয়ে ফেলবেন। এটি প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করার চেষ্টা করবেন।
  • আরো পড়ুনঃ ধনে পাতার ৯টি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন   

  • জবা পাতাকে আপনারা তেল হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য আপনারা জবা পাতা ও তার ফুলকে নারিকেল তেলের সাথে ফুটিয়ে নিবেন। তারপর এটিকে ঠান্ডা করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিবেন। তারপর তা চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করতে থাকবেন। এটি আপনারা নিয়মিত ব্যবহার করবেন। এতে করে চুলের বৃদ্ধি দ্রুত গতিতে ত্বরান্বিত হবে।

জবা পাতার কাজ কি

জবা পাতার কাজ কি এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা জবা পাতার কাজ কি অর্থাৎ এর কি কি গুণাবলী রয়েছে তা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করবো। চলুন তাহলে দেখা যাক।

  • চুলের জন্য কাজ করে থাকে।
  • চুলের ঝরে পড়া রোধ করে।
  • চুলের খুশকি সমস্যা দূর করে।
  • চুলকে নরম ও উজ্জ্বল ময় করে তুলতে সহায়তা করে।
  • চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।
  • ত্বকের জন্য কাজ করে থাকে।
  • ত্বককে উজ্জ্বল করে তুলতে সহায়তা করে।
  • ত্বকে অকালে বয়সের ছাপ পড়া রোধ করে।
  • স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে।
  • রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে।
  • হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
  • সর্দি কাশি কমাতে কাজ করে।

লেখকের শেষ কথা

উপরের আলোচনা থেকে আমরা জবা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে এসেছি। আমরা আরও জানতে সক্ষম হয়েছি জবা পাতার রস খেলে কি হয় তা সম্পর্কেও। জবা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ভূমিকা রাখে। এটি সঠিক নিয়ম মেনে তাই খাওয়া উচিত। এটি সঠিক নিয়ম না মেনে খেলে এর উপকারিতা পাওয়া সম্ভব হয় না।

এটি সবার ক্ষেত্রে উপকারী নাও হতে পারে। বিশেষ করে যারা গর্ভবতী ও উচ্চ রক্তচাপের রোগী রয়েছে, তাদের জন্য এটি খাওয়া নিরাপদ হবে না। তাদের এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত হবে না। এটি অতিরিক্ত খাওয়ার ফলে বমি ভাব তৈরি হতে পারে। এমনকি এটি অতিরিক্ত খাওয়ার ফলে ডায়রিয়া হওয়ার আশঙ্কাও থাকে। তাই জবা পাতা নিয়ম মেনে খাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে জবা পাতার সকল গুনাগুন গুলো পাওয়া সম্ভব হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url