চোখ চুলকানোর কারণ কি তা সম্পর্কে অবাক করা তথ্য জানুন

চোখ চুলকানোর কারণ কি এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন। কেননা চোখ চুলকানোর নানা কারণ রয়েছে। এ সকল কারণ বিস্তারিতভাবে জেনে এখান থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

চোখ-চুলকানোর-কারণ-কি
চোখ চুলকানোর কারণ কি এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচের দেওয়া লেখাগুলো খুব যত্ন সহকারে পড়ার চেষ্টা করতে হবে। তাহলেই মূলত আপনারা চোখ চুলকানোর যাবতীয় কারণ এবং এখান থেকে পরিত্রাণের উপায় জানতে পারবেন।

সূচিপত্রঃ চোখ চুলকানোর যাবতীয় কারণ এবং সমাধান সম্পর্কে বিস্তারিত জেনে নিন 

চোখ চুলকানোর কারণ কি 

চোখ চুলকানোর কারণ কি এ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা চোখ চুলকানোর যাবতীয় কারণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক। চোখ নানা কারণে চুলকাতে দেখা যায় নিচে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ দেওয়া হলোঃ

  • চোখ নানা কারণে চুলকাতে দেখা যায়। এ সকল কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো এলার্জি সমস্যা। অর্থাৎ যখন নানা কারণে এলার্জির সমস্যা তৈরি হতে দেখা যায়। তখন চোখ চুলকিয়ে থাকে। অনেক সময় দেখা যায় লাল ধরনের চোখ। এটি হওয়ার পেছনে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া প্রধান ভূমিকা পালন করে থাকে। আর এটি হলে চোখ চুলকাতে দেখা যায়।
  • চোখ চুলকানোর আরো একটি গুরুত্বপূর্ণ কারণ মধ্যে রয়েছে মেকআপ করা। অর্থাৎ মেয়েরা যখন মেকআপ করে তখনও চোখ চুলকাতে দেখা যায়। এটি হতে পারে মেকাপের কোন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। তাছাড়াও চোখ চুলকানোর আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পরিবেশের নানা রকম ধুলোর  জন্য চোখ চুল চুলকিয়ে থাকে।
  • চোখ চুলকানোর আরো গুরুত্বপূর্ণ কারণ গুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো চোখে ইনফেকশন হওয়া। এটির কারনেও মূলত চোখ চুলকিয়ে থাকে। তাছাড়াও চোখের ভেতর যদি কোন কিছু ঢুকে যায়। সেই কারণেও চোখ চুলকিয়ে থাকতে পারে। মূলত এ সকল কারণগুলোর জন্যই চোখ চুলকাতে দেখা যায়। আশা করছি আপনারা চোখ কেন চুলকায় তা জানতে পেরেছেন।

চোখ চুলকালে করণীয় কি

চোখ চুলকালে করণীয় কি এ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা চোখ চুলকালে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

  • চোখ চুলকালে আপনারা বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এসব পদক্ষেপের মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হলো চোখ চুলকানো বন্ধ করা। অর্থাৎ কোন একটি কারণে চোখ চুলকাচ্ছে। এখন আপনি যদি বারবার চোখ চুলকাতে থাকেন। তাহলে তা আরো বেড়ে যাবে। তাই বারবার চোখ চুলকানো থেকে বিরত থাকুন। দেখবেন এমনিতেই এটি চুলকানো বন্ধ হয়ে গেছে। আর যদি চোখ চুলকান তাহলে অবশ্যই পরিষ্কারভাবে ভালোভাবে হাত ধুয়ে চোখের ভেতর কিছু পড়ে থাকলে তা বের করে দিবেন।
  • চোখে সাধারণত যদি কোন ধরনের ধূলিকণা প্রবেশ করে। তাহলেই চোখ চুলকিয়ে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন পরিষ্কার জায়গায় থাকার। অর্থাৎ যে সকল জায়গা গুলোতে ধুলাবালি উড়ে না সেই সকল জায়গায়। এছাড়াও চোখ চুলকালে আপনারা চোখে ঠান্ডা ভাব দেয়ার চেষ্টা করতে পারেন। তাহলে হয়তো চোখের চুলকানো সমস্যা প্রতিরোধ হয়ে যাবে। এ সকল উপায় গুলো আপনারা অবলম্বন করতে পারেন।

ডান চোখ চুলকালে কি হয়

ডান চোখ চুলকালে কি হয় এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা ডান চোখ চুলকানোর ফলে কি হতে পারে তা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ডান চোখ বিভিন্ন কারণে চুলকাতে পারে। এ সকল কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো এলার্জি সমস্যা। মূলত এলার্জি সমস্যার কারণেই ডান চোখ চুলকাতে দেখতে পাওয়া যায়।

 এছাড়াও ডান চোখ চুলকানোর আরও একটি কারণ হলো বিভিন্ন ধরনের ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার সংক্রমণ। অর্থাৎ এ ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ডান চোখ চুলকাতে দেখা যায়। তাই আপনাদের যদি ডান চোখ চুলকাতে দেখা যায়। তাহলে আপনারা আগে দেখে নিবেন চোখে কোন কিছু পড়েছে কিনা।

পড়লে পরিষ্কার হাত দিয়ে তা বের করে ফেলবেন। এছাড়াও ডান চোখ চুলকালে বারবার হাত দিয়ে চুলকাবেন না। কেননা বারবার চুলকালে আরো চুলকাতে পারে। আর যদি ডান চোখ চুলকানোর সমস্যা খুব বেড়ে যায়। খুবই অসুস্থি বোধ তৈরি হয়। তাহলে আপনার নিকটস্থ একজন ভাল ডাক্তারের পরামর্শ নিবেন। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা থেকে চোখ চুলকানোর কারণ কি এবং চোখ চুলকালে করণীয় কি তাও ভালোভাবে জেনে আসতে পারেন।

চোখ চুলকানি কমানোর উপায়

চোখ চুলকানি কমানোর উপায় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা চোখ চুলকানো কিভাবে কমাবেন তা সম্পর্কে যাবতীয় উপায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।

  • চোখ চুলকানো কমানোর জন্য আপনারা বাড়িতে থেকেই কিছু গুরুত্বপূর্ণ উপায় অবলম্বন করতে পারেন। এসকল উপায় গুলোর মধ্যে অন্যতম একটি উপায় হল পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে চোখ চুলকানোর সমস্যা কমে আসে। চোখের চুলকানি ভাব কমানোর জন্য চোখে ঠান্ডা ভাব দেওয়ার চেষ্টা করতে পারেন। এটির কারণেও মূলত চোখের চুলকানি ভাব কমে গিয়ে স্বস্তি দেয়।
  • চোখের চুলকানি ভাব কমানোর জন্য আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি অবলম্বন করতে পারেন তা হল ড্রপ ব্যবহার করা। চোখের চুলকানো ভাব শুরু হলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে একটি ভালো মানের চোখের ড্রপ ব্যবহার করতে পারেন। এতে করে চোখের চুলকানি ভাব দূর হয়ে যাবে। চোখের চুলকানি ভাব দূর করার জন্য এ সকল পদ্ধতি গুলো অবলম্বন করার চেষ্টা করুন।

বাম চোখ চুলকালে কি হয়

বাম চোখ চুলকালে কি হয় এ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা বাম চোখ চুলকানোর ফলে কি ধরনের সমস্যা তৈরি হয় তা জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বাম চোখ বিভিন্ন কারণে চুলকাতে দেখা যায়। এ সকল কারণ গুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো এলার্জি সমস্যা। মূলত বিভিন্ন ধরনের এলার্জির কারণে বাম চোখ চুলকাতে দেখা যায়।

বাম-চোখ-চুলকালে-কি-হয়
তাছাড়াও বাম চোখ চুলকালে আপনি যদি নোংরা হাত দিয়ে চোখ চুলকাতে থাকেন। তাহলে চোখের উপর খারাপ প্রভাব পড়বে। তাই চোখ যদি কোন কারনে চুলকাতে দেখা যায়। তাহলে অবশ্যই হাতে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর চুলকাবেন। তবে মনে রাখবেন বারবার চোখ চুলকানোর ফলে এই চুলকানি সমস্যা আরো বেড়ে যায়।

তাই শুধুমাত্র চোখে যদি কোন কিছু পড়ে থাকে। তবেই আপনারা চোখের ভিতরে হাত দিয়ে সেই পড়ে থাকা কোন কিছু তুলে ফেলে দিবেন। তাহলে দেখবেন ধীরে ধীরে চোখের চুলকানি ভাব কমে আসছে। তাই বলা যায় যে বাম চোখ চুলকালে নিম্নে উল্লেখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা থেকে চোখ চুলকানোর কারণ কি তা ভালোভাবে জেনে আসতে পারেন।

বাচ্চাদের চোখ চুলকানি

বাচ্চাদের চোখ চুলকানি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা বাচ্চাদের কি কারণে চোখ চুলকিয়ে থাকে তা সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

  • বিভিন্ন কারণে বাচ্চাদের চোখ চুলকাতে দেখা যায়। এ সকল কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো চোখ শুকিয়ে যাওয়া। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রেও যদি চোখ শুষ্ক হয়ে যায়। তখনও চোখ চুলকাতে দেখা যায়। চোখ শুষ্ক হয়ে যাওয়ার প্রধান কারণ হলো পানির ঘাটতি। অর্থাৎ একজন বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খায়। তাহলে দেখা যায় চোখের শুষ্কতা ভাব। আর এই শুষ্কতা ভাব তৈরির কারণেই বাচ্চাদের চোখ চুলকিয়ে থাকে।
  • এছাড়াও বাচ্চাদের চোখ চুলকানোর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের সংক্রমণ। এ সকল কারণেও বাচ্চাদের চোখ চুলকিয়ে থাকে। তাছাড়াও বাচ্চাদের চোখ চুলকানোর আরো কারণ গুলোর মধ্যে অন্যতম হলো এলার্জির সমস্যা। অর্থাৎ এলার্জি সমস্যা তৈরি হলেও বাচ্চাদের চোখ চুলকিয়ে থাকে। আশা করছি আপনারা বাচ্চাদের চোখ চুলকানোর কারণ জানতে পেরেছেন।

চোখ চুলকানির ড্রপের নাম

চোখ চুলকানির ড্রপের নাম সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা চোখ চুলকানির কিছু গুরুত্বপূর্ণ ড্রপের নাম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ড্রপগুলো ব্যবহার করলে চোখের চুলকানি ভাব কমে যাবে। তাহলে চলুন জেনে আসি চোখের চুলকানি ভাব কমাতে ড্রপের নাম সম্পর্কে।

Ciplox  (Ciprofloxacin): এই ড্রপটি আপনারা যে সকল কারণে ব্যবহার করবেন তা হলোঃ 

  • যদি আপনাদের চোখে ইনফেকশন হয়। তাহলে এটি ব্যবহার করবেন।
  • যদি আপনাদের চোখ লাল হয়ে যায়। তাহলে এটি ব্যবহার করবেন।
  • চোখের সার্জারি করার পর এই ড্রপটি ব্যবহার করতে পারেন।
  • ব্যাকটেরিয়ার কারণে চোখে প্রদাহ হলে এ ড্রপটি ব্যবহার করতে পারেন।
  • চোখ চুলকালে এ ড্রপটি ব্যবহার করতে পারেন।

Moxicip (Moxifloxacin): এই ড্রপটি আপনারা যে সকল কারণে ব্যবহার করবেন তা হলোঃ

  • লাল চোখ দেখা দিলে এই ড্রপটি ব্যবহার করবেন।
  • চোখে ব্যথা করলে এই ড্রপটি ব্যবহার করবেন।
  • চোখ চুলকালে এই ড্রপটি ব্যবহার করবেন।
  • চোখের সার্জারি পর এই ড্রপ টি ব্যবহার করবেন।

Toba DM (Tobramycin+Dexamethasone): এ ড্রপটি যে কারণে ব্যবহার করবেন তা হলোঃ 

  • লাল চোখ দেখা দিলে ব্যবহার করতে পারেন।
  • চোখে ব্যথা করলে ব্যবহার করতে পারেন।
  • চোখ চুলকালে ব্যবহার করতে পারেন।

চোখের কোনায় চুলকানোর কারণ কি

চোখের কোনায় চুলকানোর কারণ কি এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা চোখের কোনায় কি জন্য চুলকিয়ে থাকে তার সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

চোখের-কোনায়-চুলকানোর-কারণ-কি

  • চোখের কোনায় চুলকানোর বেশ কয়েকটি কারণ রয়েছে। এ সকল কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো শুষ্ক ধরনের চোখ হওয়া। চোখ যদি আপনার শুষ্ক হয়ে যায়। তাহলে সাধারণত চোখের কোনায় চুলকানি ভাব তৈরি হয়। তাছাড়াও চোখের কোনায় চুলকানির আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো আদ্রতার অভাব। মূলত কম আদ্রতার কারণে চোখের কোনায় চুলকানোর সমস্যা তৈরি হতে পারে।
  • চোখের কোনায় চুলকানোর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো চোখের কোনায় কোন ধরনের ধুলাবালি পড়ে যাওয়া। অর্থাৎ চোখের কোনায় যদি কোন ধরনের ধুলাবালি পড়ে থাকে। তাহলে সাধারণত চোখের কোনা চুলকাতে দেখা যায়। এছাড়াও চোখের কোনা চুলকানোর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো এলার্জি সমস্যা। এ কারণেও চোখের কোনায় চুলকাতে দেখা যায়।

ঠান্ডা লাগলে কি চোখ চুলকায়

ঠান্ডা লাগলে কি চোখ চুলকায় এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা ঠান্ডা লাগার ফলে চোখ চুলকায় কিনা তা জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক। না, ঠান্ডা লাগলে চোখ চুলকাতে দেখা যায় না। চোখ চুলকায় সাধারণত এলার্জির সমস্যা তৈরি হলে। তাছাড়াও চোখ চুলকানোর আরো বেশ কয়েকটি কারণ রয়েছে।

সেগুলোর কারণেও চোখ চুলকিয়ে থাকে। এ সকল কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের সংক্রমণ। ঠান্ডা লাগলে চোখ সাধারণত চুলকাতে দেখা যায় না। তবে ঠান্ডা লেগে যাওয়ার কারণে যদি সর্দি কাশি হয়। তাহলে সাধারণত এলার্জি সমস্যা তৈরি হয়। আর সেখান থেকেই চোখ চুলকাতে দেখা যায়।

এছাড়াও আপনারা যদি অনেক বেশি চোখ চুলকানোর সমস্যায় পড়েন। তাহলে একজন ভালো মানের চক্ষু চিকিৎসকের পরামর্শ নিবেন। সেইসাথে তিনি যেটি বলবেন তা মেনে চলার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা চাইলে উপরের আলোচনা থেকে চোখ চুলকানোর কারণ কি তা ভালোভাবে জেনে আসতে পারেন।

লেখকের শেষ কথা 

উপরের আলোচনা থেকে আমরা চোখ চুলকানোর কারণ কি তা জেনে এসেছি। আমরা আরো জানতে সক্ষম হয়েছি চোখ চুলকালে করণীয় কি তা সম্পর্কেও। চোখ সাধারণত বিভিন্ন কারণে চুলকিয়ে থাকে। প্রথমে আপনাদের এ সকল কারণগুলো ভালোভাবে জানতে হবে। তারপর আপনাদের চোখ চুলকানোর প্রতিষেধক কি তা জানতে হবে। অর্থাৎ চোখ চুলকানোর সমস্যা কিভাবে কমাবেন তা জানতে হবে।

 আমি উপরের আলোচনায় চোখ কি জন্য চুলকিয়ে থাকে এবং একই সাথে এখান থেকে পরিত্রাণের উপায় কি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা যদি উপরের আলোচনাটি ভালোভাবে পড়ার চেষ্টা করেন। তাহলে অবশ্যই চোখ চুলকানোর যাবতীয় কারণ এবং সমাধান খুব সহজেই জেনে যেতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url