নওশিন নামের অর্থ কি এবং নওশিন দিয়ে মেয়েদের ২৪টি নাম
সূচিপত্রঃ ন দিয়ে কয়েকটি নামের অর্থ বিস্তারিত ভাবে জেনে নিন
নওশিন নামের অর্থ কি
নওশিন নামের অর্থ কি এই সম্পর্কে আপনারা প্রশ্ন করে থাকেন। চলুন আজকের এই পর্বে নওশিন নামের সব ভাষায় এর অর্থ কি তা সম্পর্কে জেনে নিব। চলুন জেনে আসি। নওশিন নামটি আরবি ভাষা থেকে এসেছে। এই নামটির ইংরেজিতে সঠিক বানান হল Noushin । নওশিন নামটি ইসলাম ধর্মের নাম।
এই নামটি মুসলিম পরিবারের কন্যা সন্তানের নাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। নওশিন নামটির সঠিক অর্থ হলো মিষ্টি বা মিষ্টি জাতীয়, আনন্দদায়ক, সুখ বা মনোরম। নওশিন নামের মেয়েরা অনেক ভাগবান এবং লজ্জাবতী হয়ে থাকে। এই নামের মেয়েরা কোন ওয়াদা সহজে ভাঙতে পারে না। এদের জীবন অনেক বাধা-বিপত্তির মধ্যে পার হয়। তবে তারা ধৈর্য দিয়ে সবকিছু জয় করে নিতে পারে।
নওশিন দিয়ে মেয়েদের ২৪টি নাম
নওশিন দিয়ে মেয়েদের ৫০টি নাম সম্পর্কে চলুন জেনে আসি। আপনারা আপনাদের কন্যা সন্তানদের নাম হিসেবে নওশিন দিয়ে নাম রাখতে পারেন। এখন আমরা নওশিন এর সাথে আরো কি নাম যোগ করলে ভালো মেয়ের নাম হয় তা সম্পর্কে জেনে নিই।
- নওশিন আতিয়া অর্থ সুন্দর উপহার
- নওশিন আনজুম অর্থ সুন্দর তারা
- নওশিন আনবার অর্থ সুন্দর ও সুগন্ধি
- নওশিন ইয়াসমিন অর্থ সুন্দরী জেসমিন ফুল
- নওশিন তাবাসসুম অর্থ সুন্দর মিষ্টি হাসি
- নওশিন রুমালী অর্থ সুন্দর ফুল
- নওশিন শরমিলি অর্থ সুন্দরী লজ্জাবতী
- নওশিন সাইয়ারা অর্থ সুন্দরী তারা
- নওশিন মাইমুনা অর্থ সুন্দরী ভাগ্যবতী
- নওশিন নাওয়াল অর্থ সুন্দর উপহার
- নওশিন রায়হানা অর্থ সুন্দর সুগন্ধি ফুল
- নওশিন লাবিবা অর্থ সুন্দরী জ্ঞানী
- নওশিন নাওয়ার অর্থ সুন্দরী ফুল
- নওশিন মুকাররামা অর্থ সুন্দরী সম্মানিত
- নওশিন উলফাত অর্থ সুন্দরী উপহার
- নওশিন মুরশিদা অর্থ সুন্দরী প্রশংসিতা
- নওশিন ফাইজা অর্থ সুন্দরী বিজয়িনী
- নওশিন রাইসা অর্থ সুন্দরী রানী
- নওশিন আনিসা অর্থ সুন্দরী কুমারী
- নওশিন ফাইরুজ অর্থ সুন্দরী সমৃদ্ধিশালী
- নওশিন রাইদাহ অর্থ সুন্দরী নেত্রী
- নওশিন অসিমা অর্থ সুন্দরী কুমারী
- নওশিন গালিবা অর্থ সুন্দরী বিজয়িনী
- নওশিন ইবনাত অর্থ সুন্দরী প্রশংসিতা
নাজিফা জান্নাত নামের অর্থ কি
নাজিফা জান্নাত নামের অর্থ কি এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা নাজিফা জান্নাত নাম কোন ধরনের অর্থ বহন করে, কোন ভাষায় এর অর্থ কেমন তা সম্পর্কে ভালোভাবে জেনে নেব। একটি সুন্দর নাম আপনি যদি আপনার সন্তানের রাখেন তবে যেমন ধরনের নাম হবে এবং সেই নামের অর্থ যেরকম হবে আপনার সন্তান ঠিক তেমনি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই বুঝতেই পারছেন একটি সুন্দর নাম রাখা কতটা জরুরী। নাজিফা জান্নাত নামের অর্থ আরবিতে পবিত্র বাগান। আপনি আপনার কন্যা সন্তানের নাম হিসেবে নাজিফা জান্নাত রাখতে পারেন। এছাড়াও বাংলাতে নাজিফা জান্নাত নামের অর্থ সৃজনশীল, হালকা-হৃদয়। আমরা যদি নাজিফা জান্নাত নামের ইংরেজিতে বানান দেখি তবে তা হবে Nazifa Jannat ।
নাদিয়া নামের অর্থ কি
নাদিয়া নামের অর্থ কি এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা নাদিয়া নাম কোন ভাষায়? কোন অর্থ বহন করে? তা সম্পর্কে ভালোভাবে জেনে নেব। একটি শিশু জন্মগ্রহণ করার পর তার একটি সুন্দর নাম দেয়া প্রয়োজন। একটি সুন্দর নাম একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। কেননা আপনি যেমন ধরনের নাম দিবেন। সেই নামের অর্থ যেমন হবে। আপনার শিশুটা বাস্তব জীবনে ঠিক তেমনি হবে। নামেরও একটি প্রভাব রয়েছে।
তাই বুঝতেই পারছেন সুন্দর নাম রাখা কতটা জরুরী। নাদিয়া নামটি মূলত মুসলিম মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাদিয়া নামের অর্থ হল আহবান। নাদিয়া নামটি ইসলামিক নাম। ইংরেজিতে এর সঠিক বানান হল Nadiya । নাদিয়া নামের আরবি অর্থ হলো আহবানকারী। আপনি চাইলে আপনার কন্যা শিশুর নাম হিসেবে নাদিয়া রাখতে পারেন।
নুরজাহান নামের অর্থ কি
নুরজাহান নামের অর্থ কি এ সম্পর্কে জানুন আপনার প্রশ্ন করে থাকেন। আজকের এই পর্বে আমরা নুরজাহান নামের সঠিক অর্থ কি তা সম্পর্কে ভালোভাবে জেনে নিব। একটি শিশু জন্মগ্রহণ করার পর তার নাম রাখা অনেক জরুরী। এই নামের মাধ্যমে সবাই তাকে চিনে থাকে। তবে যেমন তেমন নাম রাখা আবার যাবে না। এমন একটি নাম রাখতে হবে যে নামটির একটি ভাল অর্থ রয়েছে।
নুরজাহান দিয়ে আপনি যে নাম গুলো রাখতে পারেন তা হল নুরজাহান, নুরজাহান মিম, নুরজাহান শিফা, নুরজাহান আক্তার, নুরজাহান সুলতানা এবং নুরজাহান নূহা। আপনার শিশুর নামটি চূড়ান্ত করার আগে অবশ্যই একজন ভালো আলেমের পরামর্শ নিবেন। এছাড়াও উপরের আলোচনা গুলোতে নওশিন নামের অর্থ কি এবং নওশিন দিয়ে মেয়েদের ৫০টি নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। চাইলে জেনে আসতে পারেন।
নাবিহা নামের অর্থ কি
নাবিহা নামের অর্থ কি এ সম্পর্কে আপনারা প্রশ্ন করে থাকেন। আজকের এই পর্বে আমরা নাবিহা নামটি কোন ধরনের অর্থ বহন করে তা সম্পর্কে জেনে নিব। একটি সুন্দর নাম একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা মুসলিম শরীফের এক হাদিসে বর্ণনা করা হয়েছে। প্রত্যেক ব্যক্তির উপর তার নামের একটি প্রভাব রয়েছে।
তাহলে বুঝতেই পারছেন আপনার সন্তানের একটি সুন্দর অর্থবহ নাম রাখা কতটুকু প্রয়োজন। নাবিহা নামটি একটি আরবি ভাষার নাম। এবং এই নামটি ইসলামিক নামও বটে। এই নামটি মেয়েদের রাখা হয়ে থাকে। এ নামের ইংরেজি বানান হল Nabiha. নাবিহা নামটির অর্থ হল সচেতন, সম্মানিত এবং নায়পরায়ণ।
নাবিহা নামটির সাথে আপনারা আরো যে নাম যোগ করে রাখতে পারেন তা হল নাবিহা সুলতানা,নাবিহা জাহান, উম্মে নাবিহা, নাবিহা তাবাসসুম। আপনার সন্তানের নাম নির্বাচন করার আগে অবশ্যই একজন স্থানীয় ইমামের পরামর্শ নিয়ে রাখবেন। উপরের আলোচনাতে নওশিন নামের অর্থ কি তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। চাইলে জেনে আসতে পারেন।
নামিরা নামের অর্থ কি
নাজনীন নামের অর্থ কি
নাজনীন নামের অর্থ কি এ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা নাজনীন নামটি কোন ধরনের অর্থ বহন করতে পারে তা সম্পর্কে জেনে নিব। এ পৃথিবীতে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার নাম রাখা প্রয়োজন হয়। কিন্তু অনেকে যাই তাই নাম রেখে দেয়। যেটি মোটেও ভালো কথা নয়। কেননা একটি অর্থবহ নাম রাখা অনেক জরুরী।
নওরিন নামের অর্থ কি
নওরিন নামের অর্থ কি এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা নওরিন নাম দিয়ে কেমন ধরনের অর্থ বহন করে তা সম্পর্কে জেনে নিব। যতগুলো সুন্দর নাম রয়েছে তার মধ্যে নওরিন অন্যতম। এ নামটিরও সুন্দর একটি অর্থ রয়েছে। যা আপনার সন্তানের নাম হিসেবে রাখতে পারেন।
সুন্দর অর্থবহ নাম রাখা অনেক প্রয়োজন। কেননা আপনি আপনার সন্তানের নাম যেমন রাখবেন। আপনার সন্তানও ঠিক তেমন ধরনের আচরণ করবে। নামেরও বাস্তব জীবনে প্রভাব রয়েছে। এজন্য একটি সুন্দর অর্থবহ নাম রাখা অনেক জরুরী। নওরিন নামটি আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি আরবি শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে।
এই নামটির ইংরেজি সঠিক বানান হলো Naurin. নওরিন নামটি ইসলাম ধর্মের মেয়েদের ক্ষেত্রে নাম হিসেবে ব্যবহৃত হয়। নওরিন নামটির অর্থ হল ফুলের পাঁপড়ি। আপনি আপনার সন্তানের নাম রাখার আগে স্থানীয় কোন বিজ্ঞ আলেম এর কাছ থেকে পরামর্শ নিয়ে নিবেন। এছাড়াও আপনি চাইলে নওশিন নামের অর্থ কি তা উপরের আলোচনা থেকে জেনে আসতে পারেন।
রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url