লামিসা নামের অর্থ কি এবং লামিসা দিয়ে ২২টি মেয়ের নাম
সূচিপত্রঃ ল দিয়ে কয়েকটি নামের অর্থ বিস্তারিতভাবে জেনে নিন
লুবা নামের অর্থ কি
লুবা নামের অর্থ কি এ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা লুবা নামটি কেমন অর্থ বহন করে তা সম্পর্কে জেনে নিব। একটি শিশু এই পৃথিবীতে জন্ম গ্রহণ করার পর তার একটি সুন্দর এবং অর্থবহ নাম রাখা প্রয়োজন হয়। কেননা আপনি যদি আপনার শিশুর নাম ভালো রাখেন এবং তার অর্থ যদি হয় অনেক ভালো। তাহলে আপনার শিশুর বাস্তব জীবনটা ঠিক তেমনি হবে।
কিন্তু অপরদিকে আপনি যদি আপনার শিশুর একটি খারাপ অথবা অর্থবহ নয় এমন নাম রাখেন। তবে সেই শিশুর জীবনে খারাপ প্রভাব পড়বে। কেননা নামেরও বাস্তব জীবনে প্রভাব রয়েছে। লুবা নামটি একটি ইসলামিক নাম। এ নামটির উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে। লুবা এ শব্দটি একটি আরবি শব্দ। সাধারণত মুসলিম মেয়েদের নাম হিসেবে এ নামটি রাখা হয়।
লুবা নামের অর্থ হলো প্রেম, প্রেমিকা বা প্রিয়। লুবা নামের ইংরেজি সঠিক উচ্চারণ হলো luba. আপনি আপনার সন্তানের নাম হিসেবে এই নামটি রাখতে পারেন। তবে মনে রাখতে হবে আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে স্থানীয় কোন বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে নিবেন।
লামিসা নামের অর্থ কি
লামিসা নামের অর্থ কি এ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে লামিসা নাম সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিটি সন্তানই এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর তার একটি সুন্দর এবং অর্থবহ নামের প্রয়োজন হয়। এ নামগুলো তার বাস্তব জীবনে চলার পথে প্রভাব ফেলে। এজন্য বুঝতেই পারছেন একটি সুন্দর এবং অর্থবহ নাম রাখা কতটুকু জরুরী।
আমাদের মধ্যে এমন অনেকে আছে যাদের সন্তানের নামের অর্থ ভালো নয়। এমন নাম রাখা মোটেও ঠিক কাজ নয়। কেননা নামেরও একটি প্রভাব রয়েছে। যা আপনার সন্তানের উপর পরতে পারে। তাই আমাদের চেষ্টা করতে হবে যে নামের অর্থ ভালো আছে সেই নামটি রাখার। লামিসা নামটি একটি উর্দু ভাষার নাম। এ নামটি উর্দু ভাষার শব্দ থেকে এসেছে। এটি কোন ইসলামিক নাম নয়।
লামিসা নামের উর্দু অর্থ হলো স্পর্শকরেনী, স্পর্শণকারী, অনুভবকরেনী, স্পর্শ এবং নরম। আপনি চাইলে আপনার সন্তানের নাম হিসেবে লামিসা নামটি রাখতে পারেন। তবে এ নামটি রাখার আগে আপনার স্থানীয় কোন ইমামের পরামর্শ নিয়ে নিবেন আসলেই এই নামটি রাখা যাবে কি যাবে না সেই সম্পর্কে।
লামিসা দিয়ে ২০টি মেয়ের নাম
- লামিসা আক্তার ইতি
- লামিসা ইসলাম সুমি
- লামিসা আহমেদ
- লামিসা তাসনিম রহিমীন
- লামিসা সাভা
- লামিসা সিদ্দিক
- লামিসা সুলতানা
- লামিসা তালুকদার
- লামিসা নূর
- লামিসা হক
- লামিসা আফরিনা খান
- লামিসা আফরিন কনা
- লামিসা নওসিন
- লামিসা ইসলাম নদী
- লামিসা পারভীন
- লামিসা মন্ডল
- লামিসা আকতারি জামান
- লামিসা অথৈ
- লামিসা খাতুন
- লামিসা আমিন
- উম্মে লামিসা
- লামিসা রহমান
লুবনা নামের অর্থ কি
লুবাবা নামের অর্থ কি
লুবাবা নামের অর্থ কি এ সম্পর্কে আপনারা প্রশ্ন করে থাকেন। আজকের এই পর্বে আমরা চেষ্টা করব লুবাবা নাম সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়ার। এক হাদিসে বর্ণনা করা হয়েছে কিয়ামতের দিন আমাদেরকে ডাকা হবে আমাদের নামে এবং আমাদের পিতার নামে। তাহলে বুঝতেই পারছ আমাদের প্রত্যেকজনের নামটা ভালো হওয়া প্রয়োজন। যেমন তেমন নাম রাখা উচিত হবে না।
এই নামটি মেয়েদের জন্য অত্যন্ত সুন্দর একটি নাম। এ নামটি একটি আরবি শব্দ। যেটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। এ নামটি একটি ইসলামিক নামও বটে। লুবাবা নামের সঠিক অর্থ হলো খাঁটি, বিশুদ্ধ, সহজ সরল, বিলাসবহুল জীবনযাপন ইত্যাদি। এ নামের সাথে আরো কিছু নাম যোগ করে আপনি আপনার সন্তানের নাম রাখতে পারেন।
যেমন ধরেন লুবাবা সুলতানা,লুবাবা খাতুন,লুবাবা রহমান,লুবাবা হাসান, উম্মে লুবাবা ইত্যাদি। উপরের আলোচনাতে লামিসা নামের অর্থ কি এবং লামিসা দিয়ে ২২টি মেয়ের নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনার প্রয়োজন হলে জানতে পারেন।
লাবিবা নামের অর্থ কি
লাবিবা নামের অর্থ কি এ সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই প্রশ্ন করে থাকেন। আজকের এই পর্বে আমরা লাবিবা নামটি কোন ধরনের অর্থ বহন করে থাকে তা সম্পর্কে ভালোভাবে জেনে নেব। লাবিবা একটি কন্যা সন্তানের নাম। যতগুলো সুন্দর এবং অর্থবহ নাম রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম হল লাবিবা।
আমাদের ধর্ম ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। কেননা আমরা আগেই জেনেছি মুসলিম শরীফের এক হাদিসে বর্ণনা করা হয়েছে প্রত্যেক ব্যক্তির উপর তার নামের একটা প্রভাব রয়েছে। এজন্য আমাদের সকলের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক একটি নাম রাখা। লাবিবা নামের সঠিক ইংরেজি বানান হল labiba.
এ নামটি সাধারণত মুসলিম শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। এ নামটি একটি ইসলামিক নাম। এ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। লাবিবা নামটির সঠিক অর্থ হলো জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ। আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে নিবেন।উপরের আলোচনাতে লামিসা নামের অর্থ কি তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। চাইলে জেনে আসতে পারেন।
লামিয়া নামের অর্থ কি
লামিয়া নামের অর্থ কি এ সম্পর্কে আপনার প্রায়ই প্রশ্ন করে থাকেন। আজকের এই পর্বে আমরা লামিয়া নামের অর্থ সম্পর্কে বিস্তারিত জেনে নিব। নাম একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একটি সঠিক অর্থ ও নাম রাখা অনেক বেশি জরুরী। যেমন তেমন নাম রাখলেই হয় না। নামটার ভালো অর্থ আছে কিনা? নামটা সুন্দর কিনা? তা দেখতে হয়।
আপনারা জানলে অবাক হবেন আপনার নাম যেমন হবে আপনার বাস্তব জীবনে চলাফেরাও আচার-আচরণ ঠিক তেমনি হবে অর্থাৎ নামেরও একটা ব্যক্তি জীবনে প্রভাব রয়েছে। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে ভালোভাবেই নির্দেশনা দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে বর্ণনা করা হয়েছে প্রত্যেক ব্যক্তির উপর তার নামের একটা প্রভাব রয়েছে। এজন্য আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখার।
লামিয়া নামের সঠিক ইংরেজি বানান হল lamia/lamiya. এ নামটি আরবি ভাষার নাম থেকে উৎপত্তি লাভ করেছে। এ নামটি সাধারণত মুসলিম ধর্মের মেয়ে শিশুদের জন্য নাম হিসেবে রাখা হয়। এটি একটি ইসলামিক নাম। লামিয়া নামটির সঠিক অর্থ হলো উজ্জ্বল, চকচকে, দীপ্তিমান।
এই নামটির সাথে আরো কিছু নাম যোগ করে আপনি আপনার সন্তানের নাম রাখতে পারেন। লামিয়া সুলতানা,লামিয়া জান্নাত,লামিয়া পারভীন,লামিয়া ইসলাম,লামিয়া রহমান, উম্মে লামিয়া ইত্যাদি।
লাইসা নামের অর্থ কি
লাইসা নামের অর্থ কি এ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা চেষ্টা করব লাইসা নাম দিয়ে কেমন ধরনের অর্থ বহন করে তা সম্পর্কে জানার। একটি শিশু এই পৃথিবীতে আসার পর তার একটি সুন্দর নাম রাখা অনেক বেসি প্রয়োজন হয়ে পড়ে। কেননা যেমন নাম হবে ঠিক তেমনি তার জীবন ব্যবস্থা হবে অর্থাৎ নামের উপর বাস্তব জীবনের প্রভাব রয়েছে।
যেমন ধরেন লাইসা সুলতানা,লাইসা রহমান,লাইসা জাহান রাহী,লাইসা জান্নাত ইত্যাদি। লাইসা নামটির ইসলামিক অর্থ হলো সমৃদ্ধি, পরি, সাহসী, সিংহী ইত্যাদি। আপনি আপনার সন্তানের নামটিকে চূড়ান্ত করার আগে অবশ্যই একজন স্থানীয় ইমামের পরামর্শ নিতে পারেন।
লামহা নামের অর্থ কি
লামহা নামের অর্থ কি এই সম্পর্কে আপনারা জানতে খুব বেশি আগ্রহী। চলুন আজকের এই পর্বে আমরা লামহা নামটি দ্বারা কেমন ধরনের অর্থ বহন করে তা সম্পর্কে জেনে আসি। লামহা একটি ইসলামিক নাম। এ নামটির উৎপত্তি হয়েছে দুইটি ভাষা থেকে। একটি আরবি এবং অন্যটি হিন্দি। এই নামটি সাধারণত মুসলিম মেয়েদের নাম হিসেবে রাখা হয়ে থাকে।
আপনি চাইলে আপনার সন্তানের নাম লামহা শব্দের সাথে আরো কিছু শব্দ যোগ করে রাখতে পারেন। যেমন ধরেন লামহা ইসলাম,লামহা পারভিন,লামহা সুলতানা,লামহা রহমান,লামহা আক্তার মিম,লামহা ইয়াসমিন ইত্যাদি। লামহা নামের হিন্দি অর্থ হলো মুহূর্ত বা খন। এছাড়াও লামহা নামের ইসলামিক অর্থ হলো দুইটি আরবি হরফ।
আপনারা চাইলে আপনাদের কন্যা শিশুদের নাম হিসেবে লামহা নামটি রাখতে পারেন। তবে এ নামটি রাখার আগে অবশ্যই কোন বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে নিবেন। এছাড়াও লামিসা নামের অর্থ কি তার সম্পর্কে উপরে আলোচনাতে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে জেনে আসতে পারেন।
লেখকের শেষ কথা
উপরে আলোচনা থেকে আমরা লামিসা নামের অর্থ কি এই সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে এসেছি। আমরা আরো জানতে সক্ষম হয়েছি লামিসা দিয়ে ২২টি মেয়ের নাম সম্পর্কেও। উপরের আলোচনটি পড়ার মাধ্যমে আমরা আশা করছি ল দিয়ে বেশ কিছু নামের অর্থ আপনারা জানতে পারবেন। নামের অর্থ অবশ্যই অর্থবহ হওয়া খুবই দরকার।
কেননা প্রত্যেকটি নামের একটি প্রভাব রয়েছে যা বাস্তব জীবনের উপর পড়ে থাকে। তাই আপনি কখনোই চাইবেন না আপনার সন্তানের নাম খারাপ এবং তার খারাপ প্রভাব আপনার সন্তানের উপর পরুক। এজন্য সবসময় চেষ্টা করবেন একটি সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখার। যাতে আপনার সন্তানের ভবিষ্যৎ টা অনেক উজ্জ্বল হয়। আশা করছি উপরের আলোচনাটি পড়ার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন।
রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url