বরই পাতার উপকারিতা এলার্জি নির্মূলে এই সম্পর্কে জানুন চাঞ্চল্যকর তথ্য
সূচিপত্রঃ বরই পাতার যাবতীয় গুণাবলী সম্পর্কে বিস্তারিত জেনে নিন
বরই পাতার উপকারিতা
বরই পাতার উপকারিতা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্ব থেকে আমরা বরই পাতার যাবতীয় উপকারিতা সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। বরই একটি ফলের নাম। এই ফলটির পাতা আমাদের স্বাস্থ্যের উন্নতি জন্য অনেক বেশি কার্যকরী। তাই চলুন এবার আমরা বড়ই পাতার উপকারিতা গুলো দেখে আসি।
- আমাদের চামড়াতে সৃষ্টি হওয়া এলার্জি কিংবা চর্মরোগ প্রতিরোধে বরুই পাতা খুবই উপকারী।
- বড়ই পাতা খাওয়ার মাধ্যমে আলসার জাতীয় রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
- বড়ই পাতা সেবন করার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুনে বৃদ্ধি পায়।
- চুল পড়া বন্ধ করতে বরুই পাতা অনেক বেশি কার্যকরী।
- বড়ই পাতাতে থাকা অ্যামিনো এসিড, বিটা ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যালস ত্বকে পুষ্টি যোগিয়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।
- নিয়মিত বরই পাতা খেলে হার্ট সুস্থ থাকে।
- বরই পাতা খাওয়ার ফলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেটের পীড়া, গ্যাস্ট্রিক ইত্যাদি সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।
- ঠান্ডা জাতীয় সমস্যায় বড়ই পাতা খাওয়া অনেক উপকারী।
- অনেকেই নিদ্রাহীনতায় ভুগে থাকেন। তারা বড়ই পাতা খাওয়ার চেষ্টা করুন। এটি এই সমস্যায় ভূমিকা রাখে।
- বরই পাতাতে থাকা আয়রন ও ফসফরাস আমাদের শরীরে রক্ত তৈরি এবং চলাচলের প্রক্রিয়াকে সক্রিয় রাখে।
- বরই পাতাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের লিভার সুস্থ থাকে।
- বরই পাতা খাওয়ার ফলে অবসাদ ও দুশ্চিন্তা দূর হয়।
- বড়ই পাতা নিয়ম মেনে খাওয়ার ফলে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে থাকে।
- বড়ই পাতাতে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস সহ আরো ভিটামিন এবং মিনারেল রয়েছে। যা আমাদের শরীরের হাড়কে শক্ত ও মজবুত করতে সহায়তা করে থাকে।
- বরই পাতা খাওয়ার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
-
বরই পাতা খাওয়ার ফলে জ্বর, সর্দি-কাশি থেকে রেহাই পাওয়া যায়।
-
বরই পাতা ভিটামিন সি সমৃদ্ধ হওয়ার কারণে টনসিলাইটিস, জিহ্বা, ঠোঁটের কোনের
ঘা প্রতিরোধ করতে সাহায্য করে।
বরই পাতার উপকারিতা এলার্জি নির্মূলে
বরই পাতা খাওয়ার নিয়ম
বরই পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা বড়ই পাতা কিভাবে খেলে উপকার পাওয়া যায় তার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। বরই পাতা খুবই উপকারী একটি পাতা। আমরা এতদিন হয়তো কেউ জানতাম না যে বড়ই পাতাকে কাজে লাগিয়ে আমাদের শরীরের নানা রোগ দূর করতে পারি। তবে যেমন তেমনভাবে এটিকে কাজে লাগালে এর উপকারিতা পাওয়া যায় না। এটিকে ব্যবহার করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে।
এই পদ্ধতিতে ব্যবহারের ফলেই এর সঠিক কার্যকারিতা পাওয়া সম্ভব হয়। এজন্য প্রথমে আপনাকে কয়েক মুঠ বরই পাতা নিতে হবে। এরপর এই পাতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বেটে অথবা থেঁতলিয়ে রস বের করে নিতে হবে। এর থেকে সম্পূর্ণ রসটা বের করার জন্য ছাঁকনি ব্যবহার করতে হবে।
এবার রস টুকুকে মজাদার করার জন্য আপনি চাইলে এর সাথে লবণ এবং মধু মিশতে দিতে পারেন। তারপর এটি আপনি সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। এটি খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর সকালের নাস্তা করবেন। নিয়মিত এই কাজটি করার ফলে আপনার শরীরের নানা রকম অসুখ-বিসুখ থেকে অল্প সময়ের মধ্যে মুক্তি পাবেন।
বরই পাতার উপকারিতা চুলের জন্য
বরই পাতার উপকারিতা চুলের জন্য এ ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন। আজকের এই পর্ব থেকে বরই পাতাকে কিভাবে চুলে যত্নে কাজে লাগাবো সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বড়ই পাতা অনেক উপকারী একটি পাতা। এটি চুলের যত্নে অনেক বেশি কাজ করে থাকে। এজন্য কিছু বরই পাতা নিন।
এরপর এই পাতাগুলোকে বেটে অথবা থেঁতলিয়ে নিয়ে এর থেকে ছাঁকনির সাহায্যে রস বের করে নিন। এবার এ রসের সাথে দুই চামচ নারিকেল তেল মিস করে দিন। তারপর একটি ই ক্যাপসুল নিয়ে নিন। ভালোভাবে একটি ই ক্যাপসুল এই মিশ্রণটির সাথে যুক্ত করে দিন। তাহলেই হয়ে গেল চুলে মাখার জন্য বরই পাতা দিয়ে হেয়ার প্যাক।
এই প্যাকটি আপনি গোসল করার এক ঘন্টা আগে চুলের স্কাল্পে অথবা গড়াই ভালোভাবে লাগিয়ে নিবেন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। সপ্তাহে আপনি এটি তিন বার করতে পারেন। তাহলে দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাচ্ছে।
বরই পাতার রস খেলে কি হয়
বরই পাতার রস খেলে কি হয় এ সম্পর্কে আপনারা প্রশ্ন করে থাকেন। বড়ই পাতার রস খাওয়ার ফলে অনেক ধরনের উপকারিতা হয়ে থাকে। প্রথমে জানতে হবে এর রস আপনি কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে। কিছু পরিমাণ বরই পাতা নিয়ে তা ব্লেন্ডারের ভালোভাবে ব্লেন্ড করে হাফ কাপ কত ছাঁকনির সাহায্যে থেকে রস বের করে নিতে হবে। এই রসে এবার চারভাগের এক ভাগ লবণ মিস করে দিতে হবে।
আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে বরুইপাতা ব্যবহার করে মৃত ব্যক্তিকে গোসল করালে যাবতীয় জীবাণু খুব সহজে দূর হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন বরই পাতা কতটুকু উপকারী। তাই এ ধরনের সমস্যা গুলো দূর করার জন্য বরই পাতার রস খেতে পারেন।
বরই পাতা দিয়ে গোসল করানো হয় কেন
বরই পাতা দিয়ে গোসল করানো হয় কেন এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্ব থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব বরই পাতা দিয়ে গোসল করানো হয় কেন। অনেক সময় দেখবেন একজন মৃত ব্যক্তিকে বরুইপাতার পানি দিয়ে গোসল করানো হয়। এটি পড়ানো হয় কেন এ ধরনের প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে।
বড়ই পাতায় এক ধরনের অ্যান্টিসেপটিক গুনাগুন রয়েছে। যার ফলে আপনি যদি গরম পাতাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন। তবে দেখবেন এখান থেকে এক ধরনের আঠালো নির্যাস পাওয়া যাবে। এই নির্যাস পানির সাথে মিশে গেলে সেই পানি যদি আপনি শরীরে মাখেন তাহলে শরীর থেকে এই অ্যান্টিসেপটিক গুনাগুনের জন্য মানবদেহ জীবনমুক্ত হয়ে যায়।
এজন্যই একজন মৃত ব্যক্তিকে বরই পাতার পানি দিয়ে গোসল করানো হয়। উপরের আলোচনা থেকে বড়ই পাতার উপকারিতা এবং বরই পাতার উপকারিতা এলার্জি নির্মূলে এই সম্পর্কে জেনে নিতে পারেন।
চুলকানিতে বরই পাতার ব্যবহার
চুলকানিতে বরই পাতার ব্যবহার সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আজকের এই পর্বে আমরা চুলকানিতে বরই পাতা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন তা সম্পর্কে জেনে নিব। বড়ই পাতা অত্যন্ত উপকারী একটি পাতা। অথচ হয়তো আমরা এটা কেউ জানতাম না। আপনারা কি আমি নিজেই জানতাম না। কিন্তু যখন জেনেছি তখন আমি আশ্চর্য হয়েছি।
বরই পাতার এত গুণাগুণ রয়েছে যা বলার ভাষা রাখে না। আমাদের অনেকের চুলকানির সমস্যা রয়েছে। আমাদের কোথাও অর্থাৎ পা হাতে চুলকালে, চুলকাতে খুব ভালো লাগে। কিন্তু এর ফলে ক্ষতি হতে পারে। তাই এই চুলকানির এক মহাঔষধ হিসেবে কাজ করতে পারে বড়ই পাতা। এজন্য কিছু বরই পাতা নিন।
এই পাতাগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এর থেকে রস বের করে ফেলুন। তারপর এই রসে চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিন। তাহলেই হয়ে গেল চুলকানির এক মহ ঔষধ। এটি আপনি সাত দিন সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করুন। এটি খাওয়ার আধাঘন্টা বা একঘন্টা পর সকালের নাস্তা করবেন। দেখবেন আপনার এই চুলকানির সমস্যা দূর হয়ে গেছে।
বরই পাতার জাদুকারি চা
বরই পাতার জাদুকারি চা সম্পর্কে আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। কেননা বরই পাতা এমনিতেই অনেক উপকারী। সেই সাথে যদি আপনারা বরই পাতা দিয়ে চা তৈরি করতে পারেন তাহলে কেমন হয়। তাই আজকের এই পর্বে বড়ই পাতাকে কাজে লাগিয়ে কিভাবে সুন্দর একটি চা তৈরি করা যায় চলুন তা জেনো নেওয়ার চেষ্টা করি। এজন্য আপনাকে গাছ থেকে বড়ই পাতা পেরে আনতে হবে।
এরপর ছাঁকনির সাহায্যে তা ছেঁকে বড়ই পাতার লাল বর্ণের পানিটুকু বের করে ফেলুন। এবার একটি কাপে নিয়ে তাতে প্রয়োজনমতো মধু মিশ্রিত করুন। তাহলেই হয়ে যাবে মজাদার বরই পাতা দিয়ে চা। এটি খাওয়ার ফলে আমাদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমনি এটি খেতে কোন বিরক্ত মনে হবে না। উপরের আলোচনাতে বরই পাতার উপকারিতা এলার্জি নির্মূলে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে।
রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url