টেলিটক এমবি অফার দেখার নিয়ম সম্পর্কে আপনার জানা অনেক জরুরী। কেননা বর্তমান
সময়ে টেলিটক সিমের চাহিদা অনেক পরিমানে বৃদ্ধি পেয়েছে। এই সিম কেনার মাধ্যমে
আপনি কম টাকায় অনেক ধরনের সুবিধা উপভোগ করবেন।
টেলিটক এমবি অফার দেখার নিয়ম সম্পর্কে জানতে হলে নিচের দেওয়া লেখাগুলো খুব যত্ন
সহকারে পড়ার চেষ্টা করতে হবে। তাহলেই মূলত আপনি টেলিটক সিমের যাবতীয় ইন্টারনেট,
মিনিট অফার গুলো ভালোভাবে জানতে সক্ষম হবেন।
সূচিপত্রঃ টেলিটক সিমের যাবতীয় অফার গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন
টেলিটক এমবি অফার দেখার নিয়ম
টেলিটক এমবি অফার দেখার নিয়ম সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকে। আজকের এই পর্বে
টেলিটকের এমবির অফার আপনি কিভাবে দেখতে পাবেন চলুন জেনে নিই। টেলিটক সিম
বাংলাদেশের সরকার অনুমোদিত একটি সরকারি সিম।
এই সিম জনগণের কল্যানে বিভিন্ন এমবি অফার দিয়ে থাকে। এসব এমবি অফার গুলো আমরা
কিনে ইন্টারনেট ব্যবহার করে থাকি। আপনি যদি মোবাইল থেকে টেলিটকের এমবি অফারসহ আরো
যাবতীয় অফার গুলো জানতে চান তবে এই নাম্বার গুলো ডায়াল করতে পারেন।
-
ইন্টারনেট প্যাকেজ নিতে চাইলে *১৫২# ডায়াল করতে হবে
-
মিনিট প্যাকেজ নিতে চাইলে *১১১*৩# ডায়াল করতে হবে
-
এসএমএস প্যাকেজ নিতে চাইলে *১১১*২# ডায়াল করতে হবে
এছাড়াও আরও ইন্টারনেট অফার পাওয়ার জন্য নিচের নাম্বারগুলো ডায়াল করতে পারেন।
নিচের নাম্বার গুলো ডায়াল করার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার প্রয়োজনমতো
ইন্টারনেট নিতে পারবেন।
-
২২ টাকায় ১ জিবি পাওয়ার জন্য *১১১*৫৩৪# ডায়াল করুন, মেয়াদ ৭ দিন
-
৪১ টাকায় ৫০০ এমবি পাওয়ার জন্য *১১১*৫০৩# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
১১ টাকায় ১০০ এমবি পাওয়ার জন্য *১১১*৫০১# ডায়াল করুন, মেয়াদ ৭ দিন
-
২৮ টাকায় ২ জিবি পাওয়ার জন্য *১১১*৮০১# ডায়াল করুন, মেয়াদ ১ দিন
-
৪২ টাকায় ৩ জিবি পাওয়ার জন্য *১১১*৮০২# ডায়াল করুন, মেয়াদ ৩ দিন
-
১৬ টাকায় ১ জিবি পাওয়ার জন্য *১১১*৮০০# ডায়াল করুন, মেয়াদ ১ দিন
-
৫৮ টাকায় ৪ জিবি পাওয়ার জন্য *১১১*৭৫৬# ডায়াল করুন, মেয়াদ ৭ দিন
-
১৪৫ টাকায় ৩ জিবি পাওয়ার জন্য *১১১*৫৩১# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
৯৮ টাকায় ২ জিবি পাওয়ার জন্য *১১১*৯৩# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
২২ টাকায় ১ জিবি পাওয়ার জন্য *১১১*৫৩৪# ডায়াল করুন, মেয়াদ ৭ দিন
-
২৮৮ টাকায় ১৫ জিবি পাওয়ার জন্য *১১১*৭৭৭# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
২৫১ টাকায় ১০ জিবি পাওয়ার জন্য *১১১*৫৫০# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
২১১ টাকায় ৫ জিবি পাওয়ার জন্য *১১১*৫৩২# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
এছাড়াও আপনি টেলিটক অ্যাপসের মাধ্যমেও ইন্টারনেট নিতে পারেন। এজন্য আপনাকে যেটি
করতে হবে প্রথমে গুগল প্লে স্টোর যেতে হবে। সেখানে গিয়ে টেলিটক অ্যাপস লিখে
সার্চ করলে টেলিটক অ্যাপস দেখতে পাবেন।
এবার অ্যাপটিকে ইন্সটল করে ফেলুন। টেলিটক নাম্বার দিয়ে তা রেজিস্ট্রেশন করে
ফেলুন। এরপর মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি এবার যেখানে যাচ্ছে সেখানে দিয়ে
দিন। এরপর অ্যাপসের হোম পেজে প্রবেশ করবেন। সেখান থেকে ইন্টারনেট চেক করে নিতে
পারবেন। এই অ্যাপস থেকে আপনি টেলিটকের যাবতীয় ইন্টারনেট অফার দেখতে পারবেন।
টেলিটক এ মিনিট কেনার নিয়ম জানুন
টেলিটক এ মিনিট কেনার নিয়ম সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকে। আজকের এই পর্বে
আমরা টেলিটকে কিভাবে মিনিট কেনা যাই। সে সম্পর্কে জেনে নিবো। টেলিটক বর্তমানে
নতুন হলেও দিন দিন এর প্রসার বৃদ্ধি পাচ্ছে। এখন এটি বাংলাদেশের সবচাইতে বড়
মোবাইল অপারেটর নেটওয়ার্কিং এ পরিণত হতে চলেছে। টেলিটকে প্রিপেইড এবং পোস্টপেইড
দুই সিমের জন্যই আপনি চাইলে মিনিট কিনতে পারেন। চলুন সবগুলো মিনিট এবং অফার দেখে
নিই।
-
৩০১ টাকায় ৪৭০ মিনিট নিতে চাইলে *১১১*২৮৭# ডায়াল করুন, মেয়াদ ৭ দিন
-
৯১ টাকায় ১৪৩ মিনিট নিতে চাইলে *১১১*৭*৩# ডায়াল করুন, মেয়াদ ৭ দিন
-
৩৪ টাকায় ৫৩ মিনিট নিতে চাইলে *১১১*৭*২# ডায়াল করুন, মেয়াদ ৩ দিন
-
১৫ টাকায় ২৩ মিনিট নিতে চাইলে *১১১*৭*১# ডায়াল করুন, মেয়াদ ৩ দিন
ইন্টারনেট, মিনিট এবং এসএমএস একসাথে পেতে হলে নিচের নাম্বারগুলো ডায়াল করুন। এই
নাম্বারগুলোর সাহায্যে আপনি কম খরচে মিনিট, ইন্টারনেট এবং এসএমএস আপনার পছন্দমত
পেয়ে যাবেন।
-
৩১২ টাকায় ১০ জিবি, ৩৫০ মিনিট, ১০০ এসএমএস নিতে চাইলে *১১১*১০৫# ডায়াল করুন,
মেয়াদ ৩০ দিন
-
২৩৪ টাকায় ২ জিবি, ৩৫০ মিনিট, ২০ এসএমএস নিতে চাইলে *১১১*১০৮# ডায়াল করুন,
মেয়াদ ৩০ দিন
-
২১৮ টাকায় ১০ জিবি, ১০০ মিনিট, ৫০ এসএমএস নিতে চাইলে *১১১*১০৭# ডায়াল করুন,
মেয়াদ ৩০ দিন
-
২০৮ টাকায় ৫ জিবি, ২৫০ মিনিট, ৩০০ এসএমএস নিতে চাইলে *১১১*১০৪# ডায়াল করুন,
মেয়াদ ৩০ দিন
-
১০৫ টাকায় ১.২ জিবি, ১৫০ মিনিট, ১২০ এসএমএস নিতে চাইলে *১১১*১০৩# ডায়াল
করুন, মেয়াদ ৩০ দিন
-
৫২ টাকায় ১ জিবি, ৫৫ মিনিট, ৫০ এসএমএস নিতে চাইলে *১১১*১০২# ডায়াল
করুন, মেয়াদ ৩০ দিন
-
৬৭৬ টাকায় ৫০ জিবি, ১০০০ মিনিট, ২০০ এসএমএস নিতে চাইলে *১১১*১১৩# ডায়াল
করুন, মেয়াদ ৩০ দিন
-
৬২৪ টাকায় ৪০ জিবি, ৯০০ মিনিট, ১০০ এসএমএস নিতে চাইলে *১১১*১১২# ডায়াল করুন,
মেয়াদ ৩০ দিন
-
৫৭২ টাকায় ৩৫ জিবি, ৮০০মিনিট, ১০০ এসএমএস নিতে চাইলে *১১১*১১১# ডায়াল করুন,
মেয়াদ ৩০ দিন
-
৪১৬ টাকায় ১২ জিবি, ৫০০ মিনিট, ৩৫০ এসএমএস নিতে চাইলে *১১১*১০৫# ডায়াল করুন,
মেয়াদ ৩০ দিন
টেলিটক কোন সিম ভালো
টেলিটক কোন সিম ভালো এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকে। আজকের এই পর্বে আমরা
টেলিটক সিম গুলোর মধ্যে কোন সিম টা সবচাইতে ভালো জেনে নিবো। বাজারে যতগুলো
মোবাইল অপারেটর রয়েছে তাদের মধ্যে টেলিটক অন্যতম। এই অপারেটরের বিভিন্ন ধরনের
সিম রয়েছে। সিম গুলোর মধ্যে অন্যতম হলো স্বাধীন, ইউথ থ্রিজি, বর্ণমালা, স্কুল
সিম ইত্যাদি।
কলরেটের দিক দিয়ে যতগুলো সিম রয়েছে টেলিটকের তার মধ্যে সবচাইতে ভালো বর্ণমালা
এবং আগামী। এদের উভয়েরই কলরেট হচ্ছে প্রতি মিনিটে ৪৫ পয়সা। এই দুটো সিমের মধ্যে
আপনি যদি একটি সিম ক্রয় করতে চান। তবে টেলিটকের আগামী সিমটি অনেক ভালো হবে।
কেননা বর্ণমালার চাইতে আগামীতে ইন্টারনেট অফার বেশি দায়।
এছাড়াও আমার মতে আপনার যদি বাজেট কম হয়। তবে আপনি স্বাধীন সিমটি নির্দ্বিদাই
কিনতে পারেন। এটি অনেক কম টাকার মধ্যে পাবেন। এছাড়াও আপনার যদি অনেক এমবির
প্রয়োজন হয়। তবে আপনি জয় অথবা ইয়ুথ থ্রিজি সিমটি কিনতে পারেন।ভ এই সিমগুলোতে
এমবির অফার অনেক বেশি পাওয়া যায়।
আপনি যদি একজন স্কুল শিক্ষার্থী হয়ে থাকেন। তবে বর্ণমালা সিমটি আপনার জন্য
পারফেক্ট হবে। আর সর্বশেষ স্কুল সিম, আপনার ছেলে মেয়ে যদি স্কুলে যেয়ে থাকে।
তবে তাদের জন্য স্কুল সিমটি সবচাইতে ভালো হবে। একেকটা সিমের ধরন একেক রকম। আপনার
যে ধরনের সিম প্রয়োজন তার ধরনের উপর নির্ভর করে আপনি টেলিটক সিম কিনে নিতে
পারেন।
টেলিটক সিম কেনার উপায়
টেলিটক সিম কেনার উপায় সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকে। আজকের পর্বে আমরা
টেলিটক সিম কিভাবে কিনতে হয় তা সম্পর্কে জেনে নিবো। চলুন জেনে আসি। টেলিটক
সিমটি অন্যান্য মোবাইল অপারেটরের তুলনায় অনেক কম দামের ভেতর অনেক কিছু দিয়ে
থাকে। এই সিমের কলরেট অনেক কম হওয়ার কারণে অনেকেই এই সিম কেনার জন্য আগ্রহ
প্রকাশ করছে।
কিন্তু কিভাবে কিনবেন তা জানেন না! টেলিটক সিম কেনার জন্য দুইটি মাধ্যম রয়েছে।
প্রথমটি হলো আপনি চাইলে অনলাইনে আবেদন করার মাধ্যমে টেলিটক সিমটি কিনতে পারেন
অথবা মেসেজ অপশন থেকেও আবেদন করতে পারেন। আরেকটি মাধ্যম হলো যেখানে টেলিটক সিম
বিক্রয় করে সেখান থেকে কিনতে পারেন।
আবার যারা শিক্ষার্থী রয়েছে তারা তাদের স্টুডেন্ট আইডি মানে এইচএসসি পরীক্ষার
তথ্য দিয়ে টেলিটকের ওয়েবসাইটে আবেদন করে অথবা এসএমএস এর মাধ্যমে আবেদন করার পর
টেলিটক সিমটি কিনতে পারবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটক কর্তৃপক্ষ আপনার সিমটি
টেলিটক কাস্টমার কেয়ারে পাঠিয়ে দিবে।
সেখান থেকে আপনি টেলিটক সিমটি নিয়ে নিতে পারেন। টেলিটক সিমের মূল্য ২০০ থেকে ২৫০
এর মধ্যে হয়ে থাকে। যাদের এন আইডি কার্ড আছে তারা নিকটস্থ টেলিটকের দোকানে গিয়ে
টেলিটক সিমটি উঠিয়ে নিতে পারেন। আশা করছি টেলিটক সিমটি কিভাবে কিনতে হয়
তা বুঝতে পেরেছেন।
টেলিটক সিম অনলাইনে আবেদন
টেলিটক সিম অনলাইনে আবেদন এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে। আজকের এই পর্বে কিভাবে
অনলাইনে টেলিটক সিমের জন্য আবেদন করতে হয় তা সম্পর্কে জেনে নিবে। আজকে আমরা
টেলিটকের সিমগুলোর মধ্যে বর্ণমালা সিমের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সে
সম্পর্কে জেনে নিবো।
এই সিমটি মূলত ছাত্র-ছাত্রীদের জন্য। বর্ণমালা সিমটির কলরেট সবচাইতে কম। এই সিমটি
নিতে হলে ১০০ টাকা লাগবে। সিমটি চালু করে প্রথমবার ৫০ টাকা রিচার্জে ৫০ টাকা মেইন
ব্যালেন্সে, ৫০ এসএমএস, ৫০ মিনিট এবং ৫ জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে থাকবেন।
অনলাইনে এই সিমটি নেয়ার জন্য প্রথমে কারো কাছ থেকে টেলিটক এর একটি সিম নিয়ে
নিতে হবে।
এরপর
নিচের নিয়ম অনুসরণ করতে হবে
BOR Board Roll SSC Passing Year Mobile Number
একটি উদাহরণের মাধ্যমে আরো ব্যাপারটা পরিষ্কার হয়ে নিই।
BOR DHA 12465 2000 01523342### এভাবে মোবাইলে এসএমএস এ লেখার পর 16222 নাম্বারে
মেসেজ পাঠিয়ে দিতে হবে। এরপর টেলিটক কর্তৃপক্ষ প্রার্থীর নাম, বোর্ড, রোল
নাম্বার, যোগাযোগ নাম্বার ও বর্ণমালা রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দিবে।
বর্ণমালা রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন কাজে লাগবে।
এরপর অনলাইনে আবেদন করার জন্য http://www.teletalk.com.bd এই লিংকটি কপি করে
গুগলে সার্চ করুন। তাহলে দেখবেন টেলিটকের ওয়েব সাইটে নিয়ে যাবে। সেখানে গিয়ে
যেসব তথ্য পূরণ করতে বলবে সেগুলো পূরণ করে দিবেন। আপনি যে নিকটস্থ কাস্টমার
কেয়ার থেকে সিমটি তুলতে চান । সেই কাস্টমার কেয়ারের ঠিকানাটি দিয়ে দিবেন।
তাহলে আপনি সেখান থেকেই আপনার টেলিটক সিমটি তুলে নিতে পারবেন। আরেকটি কথা মনে
রাখবেন অনলাইনে আবেদন করার সময় রেজিস্ট্রেশন সম্পন্ন হলে টেলিটক কর্তৃপক্ষ
একটি Tracking Number দিতে পারে। এই নাম্বারটি আপনার সিম উঠার সময় কাজে লাগবে।
সর্বশেষ আপনি অনলাইনে আবেদনকৃত ফরমটি প্রিন্ট করে নিবেন।
যাতে করে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে এই ফর্মটি দেখালে আপনাকে আপনার কাঙ্খিত
সিমটি দিয়ে দিতে পারে তারা। এভাবে আপনি খুব সহজেই অনলাইনে টেলিটক বর্ণমালা
সিমের জন্য আবেদন করতে পারেন।
টেলিটক সিম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ টেলিটক এমবি কিভাবে দেখতে হয়?
উত্তরঃ *১৫২# ডায়াল করে।
প্রশ্নঃ কিভাবে টেলিটক নাম্বার দেখা যায়?
উত্তরঃ *৫৫১# ডায়াল করে।
প্রশ্নঃ টেলিটক থেকে কিভাবে লোন পাওয়া যায়?
উত্তরঃ *১১২২# ডায়াল করে।
প্রশ্নঃ টেলিটক কাস্টমার কেয়ার হেল্পলাইন কি?
উত্তরঃ ০১৫০০১২১১২১-৯ কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার।
প্রশ্নঃ টেলিটক সিমের দাম কত?
উত্তরঃ অপরাজিতা ১০০ টাকা, স্বাধীন ১৫০ টাকা, স্বাগতম ১৫০
টাকা এবং ইয়ুথ সিমের দাম ৭০ টাকা।
টেলিটক এমবি অফার দেখার নিয়ম এবং টেলিটক এ মিনিট কেনার নিয়ম সম্পর্কে উপরের
আলোচনায় আলোচনা করা হয়েছে্ চাইলে দেখে আসতে পারেন।
টেলিটক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ
টেলিটক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে। আজকের এই
পর্বে আমরা টেলিটকের যাবতীয় আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জেনে নিবো।
আপনি চাইলে খুব সহজেই কোন মেয়াদ ছাড়াই টেলিটক এ ইন্টারনেট নিতে পারেন। আপনি ৩০৯
টাকার বিনিময়ে ২৫ জিবি ইন্টারনেট নিতে পারেন।
এই প্যাকটি কেনার জন্য *১১১*৩০৯# এই নাম্বারটি যে কোন সিম থেকে ডায়াল করে কিনে
নিতে পারেন। আরও একটি আনলিমিটেড টেলিটকের প্যাক নিতে পারেন সেটা হচ্ছে ৭৫ জিবি।
এই প্যাকটি নেওয়ার জন্য *১১১*৭৯৯# এই নাম্বারটি ডায়াল করুন। কোন মেয়াদ ছাড়াই
যেকোন টেলিটক সিমে এই অফারটি পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি এসব আনলিমিটেড ডাটার
পাশাপাশি আরো টেলিটক এর ইন্টারনেট, মিনিট অফার জানতে আগ্রহী হন তবে গুগল প্লে
স্টোর থেকে টেলিটক অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
সেখানে যাবতীয় আপডেট তথ্য পেয়ে যাবেন। এই আনলিমিটেড ইন্টারনেট অফার গুলো আজও
ঠিক আছে কিনা তাও জেনে নিতে পারেন। টেলিটক এমবি অফার দেখার নিয়ম নিয়ম
সম্পর্কে উপরের আলোচনায় আলোচনা করা হয়েছে। চাইলে আপনি এটি সম্পর্কে জেনে আসতে
পারেন।
টেলিটক বর্ণমালা সিমের ইন্টারনেট অফার
টেলিটক বর্ণমালা সিমের ইন্টারনেট অফার সম্পর্কে অনেকেই কম বেশি প্রশ্ন করে থাকেন।
আজকের এই পর্বে আমরা বর্ণমালা সিমের যাবতীয় ইন্টারনেট অফার গুলো খুব সহজেই দেখে
নিবো। আর সাথে আপনি কিভাবে এই অফার গুলো কিনবেন তাও জেনে নিবো্ চলুন জেনে আসি।
-
২১২ টাকায় ১০ জিবি নিতে হলে *১১১*৬১৬# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
৭১ টাকায় ৪ জিবি নিতে হলে *১১১*৬১৪# ডায়াল করুন, মেয়াদ ৭ দিন
-
৯৫ টাকায় ২ জিবি নিতে হলে *১১১*৬১৩# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
৫৩ টাকায় ১ জিবি নিতে হলে *১১১*৬১২# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
২৭ টাকায় ১ জিবি নিতে হলে *১১১*৬১১# ডায়াল করুন, মেয়াদ ১ দিন
-
২৮৮ টাকায় ১৫ জিবি নিতে হলে *১১১*৭৭৭# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
২১১ টাকায় ৫ জিবি নিতে হলে *১১১*৫৩২# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
১০২ টাকায় ১০ জিবি নিতে হলে *১১১*৯৭# ডায়াল করুন, মেয়াদ ৭ দিন
-
২৪ টাকায় ১ জিবি নিতে হলে *১১১*৬১১# ডায়াল করুন, মেয়াদ ৭ দিন
-
৮৩ টাকায় ২ জিবি নিতে হলে *১১১*৬১৩# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
-
১৮৬ টাকায় ১০ জিবি নিতে হলে *১১১*৬১৬# ডায়াল করুন, মেয়াদ ৩০ দিন
টেলিটক সিমের মালিক কে
টেলিটক সিমের মালিক কে এই সম্পর্কে আপনারা জানতে আগ্রহী। চলুন আজকের এই
পর্বে আমরা টেলিটকের মালিক কে সে সম্পর্কে জেনে নেই। টেলিটক বাংলাদেশের যতগুলো
মোবাইল অপারেটর রয়েছে তাদের মধ্যে অন্যতম। টেলিটক সিমের মালিক প্রকৃতপক্ষে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
এই মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি। টেলিটক সিমের
যাবতীয় অফার অনেক কম দামে পাওয়া যায় বলে এই সিম কেনার প্রতি অনেকে আগ্রহ
প্রকাশ করে। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা সিম না কিনে টেলিটক সিম কেনার প্রতি অনেক
বেশি আগ্রহী হয়। এর কারণ হচ্ছে অনেক কম টাকার মধ্যে ইন্টারনেট মিনিট ও এসএমএস
পাওয়া যায়।
বাজারের অন্যান্য মোবাইল অপারেটরগুলোর মতনই টেলিটক কোম্পানি সার্ভিস ও সেবা
দিয়ে যাচ্ছে। উপরের আলোচনাতে টেলিটক এমবি অফার দেখার নিয়ম
সম্পর্কে আলোচনা করা হয়েছে। চাইলে দেখে আসতে পারেন।
লেখকের শেষ কথা
উপরে আলোচনা থেকে টেলিটক এমবি অফার দেখার নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিত
ভাবে জেনে এসেছি। আমরা আরও জানতে সক্ষম হয়েছি টেলিটক এ মিনিট কেনার নিয়ম
সম্পর্কেও। অন্যান্য মোবাইল অপারেটর গুলোর মতনই টেলিটক কোম্পানি দুর্দান্ত সেবা
দিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে ইন্টারনেট অনেক প্রয়োজনীয়।
ইন্টারনেট ছাড়া কোন কিছুই সম্ভব হচ্ছে না। এই সময়ই কোম্পানি অনেক কম টাকার
মধ্যে অনেক দারুন দারুন অফার দিয়ে যাচ্ছে। যার ফলে অনেক মানুষই এখন টেলিটক সিম
কেনার প্রতি আগ্রহী প্রকাশ করছে। দিন যত যাচ্ছে টেলিটক সিমের কেনার পরিমাণ তত
বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আপনিও টেলিটক সিম কিনে উপকৃত হতে পারবেন।
রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url