ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন

ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো এ সম্পর্কে জানা না থাকলে জেনে নিন। অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড দেখার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা তা কিভাবে দেখতে হয় তা না জানার কারণে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পাই না ।

ফেসবুকের-পাসওয়ার্ড-কিভাবে-দেখবো
ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো এ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে নিচের দেওয়া লেখাগুলো খুব যত্ন সহকারে করার চেষ্টা করতে হবে। তাহলেই মূলত আপনার ফেসবুকের পাসওয়ার্ড খুব সহজেই দেখে নিতে পারবেন।

সূচিপত্রঃ ফেসবুকের পাসওয়ার্ড এর যাবতীয় সমস্যাগুলি সম্পর্কে জেনে নিন

ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো জানুন

ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন। আজকে এটি খুব সহজভাবে আমরা শিখে নিবো। চলুন শিখে আসি। বর্তমান সময়ে ফেসবুকে একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম। এই যোগাযোগ প্ল্যাটফর্মটি মোবাইল বা ই মেইল এবং একটা পাসওয়ার্ড এর মাধ্যমে খোলা হয়ে থাকে।

অনেক সময় নিজের দেওয়া ফেসবুক পাসওয়ার্ড আমরা ভুলে যাই। তাই এটি কোথায় আছে তা খুজার চেষ্টা করি। এটি খুঁজে পেতে হলে আপনাকে প্রথমে ই মেইলে যেতে হবে। উপরে থ্রি লাইন আছে সেখানে ক্লিক করতে হবে। নিচে স্কল করে সেটিংস দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনার ফোনের সবগুলো ইমেইল দেখাবে।

যেটা পুরনো ই মেইল বা একটা ই মেইল থাকলে সেটাতেই ক্লিক করুন। Manage your Goole account এ ক্লিক করুন। Home-Personal Info-Data and Privacy- Security এই Security অপশনে ক্লিক করুন। এবার একদম নিচে স্কল করে চলে আসুন। দেখবেন Password Manager অপশন আসবে। সেখানে ক্লিক করলে ফেসবুকের লোগো দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আই বাটনটি অন করে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখতে পাবেন।

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এ ধরনের প্রশ্ন আজকাল প্রায় সকলেই করে থাকে। আজকের এই পর্বে ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর কি করবেন তা নিয়ে আলোচনা করা হবে? চলুন এর উপায়টি কি দেখে আসি। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রিকভারি প্রসেসের মাধ্যমে খুব সহজেই ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য আপনি ফেসবুক যখন লগইন করবেন।
তখন Forgotten Password এ ক্লিক করবেন। এবার আপনার আগের দেওয়া নাম্বার বা ইমেইল ব্যবহার করুন অথবা ফেসবুক নাম দিয়ে সার্চ করতে হবে। তাহলে একই বা কাছাকাছি নামের ফেসবুক আইডিগুলো দেখতে পাবেন। এবার আপনারটি খুঁজে বের করুন। পাশে থাকা This is my account  বাটনে চাপ দিন। আপনি ইমেল ফোন নাম্বার দিয়ে সার্চ করলে রিকভারি পেজ দেখতে পাবেন। sent code via sms চাপ দিন।
ফোনে আসা এসএমএস থেকে code টি নিয়ে কোডবক্সে বসান। দিয়ে continue তে ক্লিক দেন। facebook এর জন্য নতুন পাসওয়ার্ড টাইপ করুন। পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে এ কাজটি করতে পারেন আপনি। তাহলে খুব সহজেই পাসওয়ার্ড পুনরায় দিয়ে আপনার ফেসবুকের সমস্যা সমাধান করতে পারবেন।

ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম 

ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম এই সম্পর্কে আপনারা জানতে চান। অনেক সময় মনে হতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড অন্য জন জেনে গেছে। এখন এটা পরিবর্তন করা প্রয়োজন। এখন আপনি এটি পরিবর্তন করবেন কিভাবে? চলুন জেনে আসি। প্রথমে ফেসবুকের অ্যাপটিতে প্রবেশ করুন। এরপর উপরে ডানদিকে থ্রি বাটন আছে। সেখানে ক্লিক করুন। এরপর স্কল  ডাউন করে নিচে আসুন।
দেখতে পাবেন setting and privacy অপশন রয়েছে। সেখানে ক্লিক করুন। উপরে দেখতে পাবেন এবার settings অপশনটি। সেখানে ক্লিক করুন। দেখতে পাবেন personal details অপশন রয়েছে। সেখানে ক্লিক করুন। তারপর আপনার প্রোফাইল দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন password and security সেখানে ক্লিক করুন। এরপর Change Password অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। 

এরপর আপনার নাম দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর আপনি current password  অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনার আগে দেওয়া ছিল সেখানে সেটা দিবেন। আর new password  এর জায়গায় নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। তারপর নিচের save বাটনে ক্লিক করবেন। তাহলেই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আপনি এভাবে খুব সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন।

ফেসবুক ফরগেট পাসওয়ার্ড কোড আসে না

ফেসবুক ফরগেট পাসওয়ার্ড কোড আসে না এ ধরনের প্রশ্ন অনেককে করতে দেখা যায়। আজকে আমরা এই পর্বে এটির সমাধান কি? তা ভালোভাবে জেনে নিবো। এজন্য আপনাকে প্রথমে https://m.facebook.com/help/427064200647221/এই লিংকে ক্লিক করে ফেসবুকের help center ইন্টারপ্রেসে আসা লাগবে। এখানে আপনার কোডটি না আসার পেছনে কারণ কি তা বর্ণনা করা হয়েছে। 
এবার আপনাকে নিচে স্কল করে was this help এ no অপশনে ক্লিক করতে হবে। এরপর দ্বিতীয় অপশনটিতে অর্থাৎ the solution don't work এই অপশনেতে ক্লিক করতে হবে। এবার একটি বক্স আসবে সেখানে আপনি নিজের ভাষায় বলে দিবেন আপনার ফেসবুকের কোডটি আসছে না। অবশ্যই ইংরেজি ভাষায় লিখবেন এবং আপনার লিংকটি অর্থাৎ ফেসবুক লিংকটি সহ দিয়ে দিবেন।

এবার submit বাটনে ক্লিক করবেন। এরপর ফেসবুক কর্তৃপক্ষ ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান করে আপনাকে আপনার কোড দিয়ে দিবে। এজন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। ২৪ থেকে ৪৮ ঘন্টার আগে আপনি অবশ্যই লগইন করার চেষ্টা করবেন না। re-send বারবার পাঠাবেন না। আশা করছি এভাবে কাজ করলে আপনার সমস্যার সমাধান হবে।

ফেসবুকের পাসওয়ার্ড কোড কি

ফেসবুকের পাসওয়ার্ড কোড কি এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে। ফেসবুকের পাসওয়ার্ড কোড হচ্ছে মূলত আমরা যখন একটি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক একাউন্ট খুলে থাকি। তখন সেটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ফেসবুক কর্তৃপক্ষ একটা নিয়ম চালু করে দিয়েছে। সে নিয়মটি কি? এ নিয়মটি হলো টু স্টেপ ভেরিফিকেশন। আপনি যদি এই নিয়মটি চালু করে নেন।

ফেসবুকের-পাসওয়ার্ড-কোড-কি
তবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যখন অন্য কেউ হ্যাক করতে যাবে। তখন আপনার কাছে ৬ ডিজিটের একটি কোড আসবে। আপনি যদি সেই কোডটি তাকে দেন। তবেই সে হ্যাক করতে পারবে। আর না তো পারবে না।

আর এই নিয়মটির সাহায্যে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডি কে হ্যাক করা থেকে সুরক্ষিত করতে পারবেন। এছাড়াও আপনারা অনেকে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এই সমস্যায় পড়ে থাকেন। উপরে আলোচনায় এর সমাধান দেয়া হয়েছে। দেখে নিতে পারেন।

ফেসবুক কি নতুন পাসওয়ার্ড চায়

ফেসবুক কি নতুন পাসওয়ার্ড চায় এ ধরনের প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। আসবে এটাই স্বাভাবিক। মাঝে মাঝে ফেসবুক কর্তৃপক্ষ নতুন পাসওয়ার্ড আপনার কাছ থেকে চাইতে পারে। এডি চাওয়ার কারণ কি? অবশ্যই চাওয়ার কারণ আছে। এটি চাওয়ার কারণ হলো আপনি যদি অনলাইন থেকে চুরি করে ইমেইল এবং পাসওয়ার্ড নিয়ে ফেসবুক একাউন্ট খুলে থাকেন। তবে ফেসবুক কর্তৃপক্ষ এটি বুঝে যাই।
যার কারণে এটি অর্থাৎ এই পাসওয়ার্ডটি বাতিল করার জন্য বারবার আপনাকে সতর্ক করতে থাকে। আপনি ফেসবুকে লগইন করতে চাচ্ছেন কিন্তু আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে তারা বলে দিবে কি কি মাধ্যম অবলম্বন করে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আর এ কারণেই ফেসবুক আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইতে পারে। ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো এটি যদি না জেনে থাকেন। তবে উপরের আলোচনাটি পড়তে পারেন।

ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে কতদিন লাগে

ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে কতদিন লাগে এই সম্পর্কে আপনারা প্রশ্ন করে থাকেন। চলুন আজকে আমরা ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করার জন্য কত সময় লাগতে পারে তা জেনে আসি। আপনি একটি পাসওয়ার্ড রিসেট করতে যাচ্ছেন। এটি কত সময়ে রিসেট হবে তা নির্ভর করবে ফেসবুক কর্তৃপক্ষ কত সময় নিবে তার ওপর। এছাড়াও এটি আপনার রিসেট প্রক্রিয়ার উপরও নির্ভর করে থাকে। এটি ভালোভাবে বুঝার জন্য একটি উদাহরণ দেখে আসি।

মনে করেন আপনি ইমেল ঠিকানায় প্রেরিত লিংক ব্যবহার করে রিসেট করতে যাচ্ছেন। যদি এভাবে করতে চান। তবে কয়েক মিনিট মতো সময় লাগতে পারে। আর যদি আপনি আপনার মোবাইল ডিভাইসে পাঠানো কোডের মাধ্যমে রিসেট প্রক্রিয়াটি সম্পন্ন করতে চান তবে ২৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আপনি তাহলে ভালোভাবে বুঝতে পারলেন। একটি ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করার জন্য কেমন সময় লাগে এবং তা কিসের উপর নির্ভর করে।

ফেসবুকের পাসওয়ার্ড দিনে কতবার পরিবর্তন করা যায়

ফেসবুকের পাসওয়ার্ড দিনে কতবার পরিবর্তন করা যায় এ ধরনের প্রশ্ন মনে আসে। আসতেই পারে। এটাই স্বাভাবিক। এটা মনে আসার কারণ কি জানেন? ধরুন আপনার কোন কারণে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয়েছে। এখন আপনি চাচ্ছেন এটি পরিবর্তন করতে। আচ্ছা আপনি পরিবর্তন করলেন। পরিবর্তন করে দেখলেন যেটা পাসওয়ার্ড দিবেন ভেবেছিলেন।

ফেসবুকের-পাসওয়ার্ড-দিনে-কতবার-পরিবর্তন-করা-যায়
সেটা না দিয়ে অন্যটা দিয়ে ফেলেছেন। এবার আপনি আপনার মনের পাসওয়ার্ডটা দেওয়ার পর ভাবছেন। এতবার যে ফেসবুকে পাসওয়ার্ড দিলাম। এতে কি কোন সমস্যা হবে। আসলে না কোন সমস্যা হবে না। আপনি ফেসবুকের পাসওয়ার্ড প্রতিদিন নির্দিষ্ট কিছু সংখ্যক বার পরিবর্তন করতে পারবেন। এটা নিয়ে কোন সমস্যা নেই বা কি হয়ে গেল এটা নিয়েও ভাবনার কোন বিষয় নেই।

একবার মানুষের ভুল হতেই পারে। এটা কোন ব্যাপার না। এছাড়াও ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো এ ধরনের প্রশ্নের উত্তর যদি আপনারা না জেনে থাকেন। তবে উপরের আলোচনাটি পড়ে আসতে পারেন। সেখানে এই সম্পর্কে বলা হয়েছে।

ওটিপি দিয়ে ফেসবুক পাসওয়ার্ড পুনরুদ্ধার

ওটিপি দিয়ে ফেসবুক পাসওয়ার্ড পুনরুদ্ধার আপনারা অনেকেই করতে চান। কিন্তু কিভাবে এটি করতে হয় তা সঠিকভাবে না জানার কারণে করতে পারছিলেন না। চলুন আমি আপনাদের সঠিক তথ্য দেয়ার মাধ্যমে সাহায্য করার চেষ্টা করবো। ধরুন আপনার ফেসবুক পাসওয়ার্ড হারিয়ে গেছে। এখন আপনি তা পুনরুদ্ধার করতে চাচ্ছেন। এজন্য আপনাকে আপনার যে নাম্বারে ওটিপি যাবে।

সেই নাম্বারটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করা আছে কিনা সেটা দেখে নিতে হবে। কারণ এই নাম্বারে ফেসবুক কর্তৃপক্ষ একটি ৬ ডিজিটের অস্থায়ী পাসওয়ার্ড দিয়ে উত্তর দিবে। এজন্য আপনাকে জেটি করতে হবে ওটিপি সহ ৩২৬৬৫ নাম্বারে মেসেজ দিতে হবে। তাহলেই তারা আপনাকে একটি মেসেজ প্রদান করবে।

সেই মেসেজটির মাধ্যমে আপনি আপনার ওটিপি দিয়ে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এছাড়াও আপনারা যদি ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো এ সম্পর্কে না জেনে থাকেন। তবে উপরের আলোচনা থেকে তা জেনে নিতে পারেন। সেখানেই এ সম্পর্কে গভীরভাবে আলোচনা করা হয়েছে।

লেখকের শেষ কথা

উপরের আলোচনা থেকে আমরা ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবো এই সম্পর্কে জেনে এসেছি। আমরা আরও জেনেছি ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এ সম্পর্কেও। ফেসবুক বর্তমানে একটি বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি এখন ব্যাপক জনপ্রিয়। এটির পাসওয়ার্ড নিয়ে অনেক ধরনের সমস্যার মুখে পড়তে হয়। আপনাদের তাই আমি চেষ্টা করলাম উপরের আলোচনাতে এই সম্পর্কে বিস্তারিত হবে জানিয়ে দেওয়ার।

উপরের পোস্টটি আপনি যদি ভালোভাবে পড়তে পারেন। তবে ফেসবুকের পাসওয়ার্ড সমস্যা নিয়ে যাবতীয় সমাধান আপনি পেয়ে যাবেন। উপরে আলোচনাতে এই সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর কি তা জানিয়ে দেওয়া হয়েছে। আশা করছি উপরের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url