মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো জানুন বিস্তারিত

মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো এই সম্পর্কে জেনে নিন অবাক করা সমাধান। এই পোষ্টের মাধ্যমে আপনি মেসেঞ্জারের যাবতীয় সমস্যা থেকে মুক্তির উপায় পেয়ে যাবেন। ব্লককৃত মেসেঞ্জার আনব্লক করতে পারবেন।

মেসেঞ্জারে-কেউ-ব্লক-করলে-কিভাবে-আনব্লক -করবো
মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া তথ্যগুলো খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে আপনি আপনাকে যে ব্লক করেছে সেই ব্লককে আনব্লক করতে পারবেন।

সূচিপত্রঃ মেসেঞ্জারের যাবতীয় সমস্যাবলী সমাধান করার উপায় সম্পর্কে জেনে নিন

মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো

মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকে। এটা করার জন্য আপনাকে কতগুলো ধাপ অনুসরণ করা লাগবে। চলুন সে ধাপগুলো জেনে নেই।

প্রথম ধাপঃ আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো আপনাকে যে ব্লক করেছে তার আইডিতে যেতে হবে অর্থাৎ মেসেঞ্জারে যেখান থেকে আপনি তার সাথে চ্যাট করতেন। এরপর উপরে দেখবেন একটি আই বাটনের চিহ্ন থাকবে। সেখানে ক্লিক করবেন।

দ্বিতীয় ধাপঃ এরপর দেখবেন তার প্রোফাইল পিকচার শো করছে এবং উপরে থ্রি ডট চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। ওখানে ক্লিক করবেন। থ্রি ডট এ ক্লিক করার পর তিনটা অপশন দেখাবে। ওখানে লেখা থাকবে 1. Open chat head 2. Delete conversation 3. Report technical problem.

তৃতীয় ধাপঃ আপনারা এবার Report technical problem এ ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। কিছুক্ষণ লোড নিবে। এরপর দেখবেন আপনাকে যে ব্লক করেছে তার এবং আপনার চ্যাট কনভারসেশন অটোমেটিক বসানো দেখাচ্ছে। আর উপরে দেখতে পাবেন লিখার অপশন আছে। ওখানে লিখতে হবে কি কারণে আপনি আনব্লক ছাড়াতে যাচ্ছেন। ওখানে আপনি ইংরেজিতে লিখবেন Dear messenger team, something problem, I can not send massage my friend. I am sure that my friend block me. Please unblock automatic and I want send message thanks.  এরপর উপরের send বাটনে ক্লিক করবেন। এরপর একটু অপেক্ষা করবেন। এটি লোড নিবে। এরপর তার আইডির চ্যাট অপশনে নিয়ে আসবে। ম্যানেজার কর্তৃপক্ষ আট ঘণ্টার মতো সময় নিবে। এরপর তারা এটা ভালোভাবে দেখাশোনা করে ব্লক করা চ্যাট লিস্ট আনব্লক করে দিবে।

মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে বুঝবো

মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে বুঝবো এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে। এটা কিভাবে বুঝবেন চলুন সে সম্পর্কে জেনে আসি। আগে যে নিয়ম ছিল তাতে কেউ ব্লক করলে বুঝা যেতো এবং নিচে একটি লেখা দেখাতো যে সে আমাকে ব্লক করে দিয়েছে। কিন্তু বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ এ নিয়মটি বাতিল করার ফলে কেউ আমাকে যদি ব্লক করে ফেলে তা বুঝা যায় না।

আমরা তাকে মেসেজ করতে পারি ঠিকই কিন্তু তা তার কাছে যায় না। তাহলে এবার চলুন দেখে আসি কিভাবে আপনি বুঝবেন যে সে আমাকে ব্লক করেছে। এজন্য প্রথম যে উপায়টি আমি আপনাদের দেখাবো সেটি হলো মেসেঞ্জারে একটিভ স্ট্যাটাসের সবুজ বাতিটি ওয়ান থাকবে না অর্থাৎ এটি আপনি দেখতে পাবেন না। এই উপায়টি অনেক সময় কাজ নাও করতে পারে।

এজন্য দ্বিতীয় যে উপায়টি হলো আপনি তাকে মেসেজ করলে দেখবেন মেসেজটি তার কাছে যাচ্ছে না অর্থাৎ এমনিতে মেসেজ করলে দেখবেন যে টিক চিহ্ন উঠে। কিন্তু কেউ যদি আপনাকে ব্লক করে থাকে। তবে সেই ঠিক চিহ্নটি উঠবে না। এবার শেষ আরেকটি দুর্দান্ত উপায় হলো আপনাকে কেউ ব্লক করলে তা বুঝার জন্য আপনাকে তার সাথে যেখানে আপনি মেসেঞ্জারে চ্যাট করেছিলেন সেখানে যাবেন। দেখবেন উপরে মানে তার প্রোফাইলের পাশে আই চিহ্নের একটি বাটন রয়েছে।

সেটিতে ক্লিক করে দেখবেন সেটিং, থিম, আরও সব এডিটিং অপশন দেখা যাচ্ছে। কেউ আপনাকে ব্লক করলে এসব অপশন গুলো দেখা যাবে না। আর যদি ব্লক না করে থাকে। তবে এইসব এডিটিং অপশনগুলো দেখা যাবে। আর এভাবেই খুব সহজেই আপনি মেসেঞ্জারে আপনাকে ব্লক করেছে কিনা তা বুঝে নিতে পারবেন।

মেসেঞ্জারে মেসেজ যায় না কেন

মেসেঞ্জারে মেসেজ যায় না কেন এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকে। এটার কারণ কি? চলুন আমরা তা জেনে আসি। অনেক সময় দেখা যায় যে আমার কোন প্রয়োজনে আমার কোন বন্ধুকে মেসেজ করছি। কিন্তু তা যাচ্ছে না। বারবার দেখাচ্ছে not sent top to try again. এখন প্রশ্ন হল আপনি এর সমাধান কিভাবে করবেন? চলুন এখন তা আমরা জেনে নেই। এ সমস্যা টা হয় মূলত উল্টোপাল্টা মেসেজ সেন্ড করার জন্য এবং অনেক লিংক একসাথে পাঠানোর জন্য।

এ সমস্যা সমাধান করার জন্য মেসেঞ্জার অপশনে যাবেন। সেখানে দেখবেন বাম দিকে থ্রি লাইন অপশন আছে। সেখানে ক্লিক করবেন। এরপর আরো উপরে তাকাবেন। দেখবেন সেটিংস অপশন আছে। সেখানে ক্লিক করবেন। দেখবেন নিচে স্কল করে help নামের একটি অপশন আছে। সেখানে ক্লিক করলে hi how can we help you? ইন্টারপেস এ নিয়ে আসবে।

সেখান থেকে উপরের থ্রি ডট এ ক্লিক করে আপনারা দেখতে পাবেন Account Management নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে Help Center এর ইন্টারফেসে নিয়ে আসবে এবং এর নিচে একটি অপশন দেখতে পাবেন Fix a problem. এখানে ক্লিক করার পর দেখবেন আরেকটি ইন্টারপ্রেসে আসছে এবং নিচে স্কল করলে দেখতে পাবেন limits to sending messages on messenger এই অপশনটি আসছে। এখানে ক্লিক করে নিচের দিকে আসবেন। এরপর দেখতে পাবেন was this helpful এটি লেখা আছে এবং নিচে yes or no অপশন রয়েছে।

সেখানে no অপশনটি সিলেক্ট করবেন। এরপর দেখতে পারবেন অনেকগুলো অপশন আসছে। সেখান থেকে others অপশনে ক্লিক করবেন। তাহলে একটি বক্স আসবে। সেখানে ইংরেজিতে Dear massenger team. I try to send message on my messenger but not sent I don't know what is my mistake. in massenger have couldn't send issues. please review my messegenger and solve this problem as soon as possible, thank you. এই রিপোর্টটি বক্সে দিয়ে সাবমিট বাটনে রিপোর্ট ক্লিক করবেন। এরপর এটি মেসেঞ্জার টিম রিভিউ করে ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে এর সমস্যাটি সমাধান করে দিবে।

মেসেঞ্জার ব্লক করে কিভাবে

মেসেঞ্জার ব্লক করে কিভাবে এধরনের প্রশ্ন অনেক শুনতে পাওয়া যায়। অনেক সময় মনে হতে পারে আমার এই বন্ধুটা আমাকে অনেক বিরক্ত করছে। আমি একে আমার চ্যাট লিস্ট থেকে সরাতে পারলে ভালো হয়। তাই আপনি চাইলে তাকে এই সময় ব্লক করে দিতে পারেন। এটি করার জন্য মেসেঞ্জারে গিয়ে যাকে ব্লক করতে চান তার সাথে আগে যে কথাবার্তা বলেছেন তা ওপেন করুন।

এবার তার নামের উপরে ক্লিক করুন। এরপর নিচে স্কল করতে থাকুন। দেখতে পাবেন ব্লক করার অপশন রয়েছে। সেই অপশনটিতে ক্লিক করুন। এরপর মেসেজ বা কল ব্লক করার অপশনটিতে ক্লিক করে ফেলুন। এরপর সর্বশেষ ব্লক অপশনটিতে ক্লিক করে, তাকে ব্লক করে ফেলুন। আর এভাবেই আপনি আপনার কোন ফ্রেন্ডকে খুব সহজেই ব্লক করে ফেলতে পারবেন।

মেসেঞ্জারে একেবারে মেসেজ ডিলিট করার উপায়

মেসেঞ্জারে একেবারে মেসেজ ডিলিট করার উপায় এই সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। অনেক সময় আমরা মেসেঞ্জার থেকে অপ্রয়োজনীয় কথাবার্তা মুছে ফেলতে চাই। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি কোন কথা একেবারেই মুছে ফেলতে চান। সেটি আর ফেরত পাবেন না। সারা জীবনের জন্য সেটি মুছে যাবে।

মেসেঞ্জারে-একেবারে-মেসেজ-ডিলিট-করার-উপায়
এটি করার জন্য আপনি প্রথমে যে কথাবার্তা গুলো মুছে ফেলতে চান তার উপরে ক্লিক করুন। এরপর দেখতে পাবেন নিচে থ্রি ডট বাটন আসবে। সেখানে ক্লিক করবেন। দেখবেন এরপর unsend অপশন আসবে। যেখানে ক্লিক করবেন। এরপর আরো দুইটি অপশন দেখতে পাবেন unsend for everyone আর unsend for you.  প্রথম অপশনটিতে ক্লিক করলে এটি দুজনের কাছ থেকে মুছে যাবে।

আর আপনি যদি নিচের অর্থাৎ ২ নম্বর অপশনটিতে ক্লিক করেন তবে দেখবেন এটি শুরু আপনার কাছ থেকে মুছে যাবে। যাকে মেসেজটি পাঠিয়েছিলেন তার কাছে ঠিকই থাকবে। এভাবে আপনি খুব সহজেই মেসেজ ডিলিট করতে পারেন।

মেসেঞ্জারে মেসেজ দেখা যায় না কেন

মেসেঞ্জারে মেসেজ দেখা যায় না কেন এ ধরনের প্রশ্ন অনেকে করে থাকে। অনেক সময় এমন সমস্যার মধ্যে পড়তে পারেন। ধরেন আপনি কাউকে মেসেজ দিচ্ছেন কিন্তু তা আপনি দেখতে পাচ্ছেন না। এ ধরনের সমস্যা মূলত ইন্টারনেট না থাকার কারণে হয়ে থাকে। এছাড়াও এটি মেসেঞ্জার সম্পর্কিত কোন যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে থাকে।

এখন এর সমাধান কি? এ সম্পর্কে আপনারা জানতে চান। এর সমাধান করা খুব সহজ ব্যাপার। এজন্য আপনি মেসেঞ্জার অ্যাপটি কে সর্বশেষ সংস্করণে আপডেট করে নিবেন এবং সেই সাথে আরেকটি কাজ করতে পারেন। মেসেঞ্জার অ্যাপটিকে মুছে ফেলে দিয়ে পুনরায় আবার চালু করবেন। আর ইন্টারনেট সংযোগ আছে কিনা তা দেখে নিবেন। তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।

মেসেঞ্জারে প্রবেশ করতে পারছি না কেন

এ ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন।চলুন আজকে আমরা এই সমস্যার সমাধানের উপায় কি তা জেনে নিই? এ ধরনের সমস্যা সমাধান করার জন্য আপনাকে প্রথমে দেখে নিতে হবে আপনার কাছে মেসেঞ্জার অ্যাপের সর্বশেষ আপ-টু-ডেট সংস্করণটি ইন্সটল করা আছে কিনা।যদি না থাকে তাহলে ইন্সটল করে ফেলুন। অনেক সময় মেসেঞ্জারে গিয়ে লগইন করতে থাকেন কিন্তু লগইন হয় না।

এই কারণেই মূলত লগইন হতে চাই না। এই সমস্যার সমাধান করার জন্য প্লে স্টোরে যান। এবার মেসেঞ্জারে অ্যাপটিকে ডাউনলোড করা থাকলে অবশ্যই আপডেট ভার্সনে দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপডেট করে নিবেন। তাহলে আপনি মেসেঞ্জারে খুব সহজেই লগইন করে প্রবেশ করতে পারবেন।

কেন আমার মেসেঞ্জারে বার্তা অদৃশ্য হয়ে গেছে

কেন আমার মেসেঞ্জারে বার্তা অদৃশ্য হয়ে গেছে এ ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা যায়। এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে কিছু উপায় অবলম্বন করতে হবে। তবে আগে আমরা এটি হওয়ার কারণ কি? তা জেনে নেই। মেসেঞ্জার এর বার্তা বিভিন্ন কারণে অদৃশ্য হয়ে যেতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো সার্ভার এর ত্রুটি, ডিসপ্লে ব্যাগ এবং বিভ্রাটের মতো প্রযুক্তিগত কারণে।

কেন-আমার-মেসেঞ্জারে-বার্তা-অদৃশ্য-হয়ে-গেছে
তাই এখন এই সমস্যাগুলো থেকে বের হয়ে এর সমস্যা সমাধানের আসল উপায় হলো প্রথমে মেসেঞ্জারে অ্যাপটিকে আপডেট করুন। ক্যাশ এবং ফোন থেকে ডাটা সাফ করে মেসেঞ্জার অ্যাপটি কে পুনরায় ওপেন করুন। আর যদি আপনি আপডেট না করতে পারেন। তবে সহায়তা কেন্দ্র বা সাময়িক মিডিয়া চেক করতে পারেন। আর এভাবে খুব সহজেই আপনি মেসেঞ্জার থেকে মুছে যাওয়া বার্তা মুছে যাওয়ার কারণ এবং সমাধান এর উপায় জানতে পারবেন।

কাউকে কি মেসেঞ্জারে ব্লক করা যায়

কাউকে কি মেসেঞ্জারে ব্লক করা যায় এ ধরনের প্রশ্ন শুনতে পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই আপনার যাকে অপছন্দ হবে তাকে আপনার মেসেঞ্জার থেকে খুব সহজে ব্লক করে দিতে পারবেন। অনেক সময় অনেককে বিরক্ত হতে হয়। মনে হয় তাকে যদি মেসেঞ্জার থেকে দূরে সড়াতে পারতাম তবে অনেক ভালো হতো। তাহলে আর দেরি কেন এর উপায় আপনার হাতেই আছে।

আপনি যাকে ব্লক করে দিতে চান তার সাথে হওয়া আপনার চ্যাটটি খুলুন। এরপর উপরের আই বাটনে ক্লিক করুন। এরপর নিচের দিকে স্কল করতে থাকুন। দেখবেন ব্লক বাটন আছে। সেখানে ক্লিক করুন। এরপর কল এবং মেসেজ সব কিছুই ব্লক করে দেন। তাহলে ঝামেলা ক্লিয়ার। এটি করার ফলে আপনি খুব সহজেই আপনার বিরক্ত কর ব্যক্তিকে ব্লক করে দিতে পারবেন।

লেখকের শেষ কথা

উপরের আলোচনা থেকে মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো এ সম্পর্কে জেনে এসেছি। আমরা আরো জেনেছি মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে বুঝবো এই সম্পর্কেও। মেসেঞ্জার বর্তমান সময়ে একটি জনপ্রিয় যোগাযোগ প্ল্যাটফর্ম। এটি মেটা নিয়ন্ত্রণ করে থাকে। এই অ্যাপের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ খুব সহজেই করা যায়।

এখন ফোনে হাজার হাজার টাকা খরচ করে কল করার প্রয়োজন হয় না। আপনি খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে বিনা পয়সায় একজনের সাথে অনেকক্ষণ নির্দ্বিধায় কথা বলতে পারেন। উপরের আলোচনায় মেসেঞ্জারের যাবতীয় সমস্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে।

এই আলোচনা যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তবে অবশ্যই মেসেঞ্জারে যাবতীয় সমস্যাবলী আপনি নিজে নিজেই সমাধান করে নিতে পারবেন। আশা করি উপরের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url