ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে কেন বিস্তারিত জানুন
সূচিপত্রঃ ওয়াইফাইয়ের যাবতীয় সমস্যা সমাধানের উপায় গুলো জেনে নিন
- ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট কেন
- ওয়াইফাই দিয়ে ইউটিউব চলে না কেন
- মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন
- ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
- ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার
- মোবাইলে ওয়াইফাই সেটিং সম্পর্কে জানুন
- ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম
- মোবাইলে ওয়াইফাই চালু হচ্ছে না
- Wps app দিয়ে wifi কানেক্ট করুন
- লেখকের শেষ কথা
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট কেন
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে। এরকম সমস্যা আমাদের অনেকেরই ক্ষেত্রে দেখা যায়। চলুন আজ আমরা খুব সহজেই এর সমাধান কি? তা জেনে নিব। ওয়াইফাই আমাদের জীবনে কতটা উপকারী তা সবাই কম বেশি জানি।বর্তমান বিশ্বে ইন্টারনেটের এখন জয়জয়কার। আর এই ইন্টারনেটের বড় মাধ্যম হলো ওয়াইফাই। বর্তমান সময়ে মোবাইল ডাটার দাম বেশি থাকার কারণে।
সবাই ওয়াইফাই ব্যবহার এর দিকেই বেশি ঝুঁকছে। কেননা এতে অল্প টাকা দিয়ে একবার ইন্টারনেট কিনে কয়েকজন মিলে চালা যায়। কিন্তু এখন সমস্যা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করার পরও ইন্টারনেট দেখাচ্ছে না এর সমাধান কি তা আমরা এখন খুব সহজেই জেনে নিব। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল হাই স্পিড ওয়াইফাই এর সাথে সংযুক্ত করার পর দেখবেন ইন্টারনেট কাজ করছে কিনা?
ল্যাপটপ, কম্পিউটার বা ফোনে ব্যবহার করে দেখতে হবে এবং করার পর দেখবেন ইন্টারনেট কাজ করছে কিনা? এবং সর্বশেষ যে কাজটি করবেন ওয়াইফাই মডেল রিসেট করবেন এরপর দেখবেন যে আপনার সমস্যা পুরোদমে দূর হয়ে গেছে। আরও একটি উপায় জেনে নিন। ওয়াইফাইয়ে ফরগেট ওয়াইফাই নেটওয়ার্ক সমস্যা দেখা যায়। চলুন এই সম্পর্কে জেনে আসি এজন্য আপনাকে যেটি করতে হবে।
ওয়াইফাই যদি মোবাইল দিয়ে চালান তবে মোবাইলের wi-fi বিভাগে যাওয়ার পর ফরগেট অপশনে ক্লিক করতে হবে। আবার যদি আপনি ল্যাপটপ দিয়ে wi-fi চালান। তবে ল্যাপটপের wi-fi সেটিংসে গিয়ে ওয়াইফাই ফরগেট করতে হবে। এরপর দেখবেন ওয়াইফাই নেটওয়ার্ক অফ হয়ে গেছে। তখন আপনি আবার অন করবেন। তাহলে দেখবেন ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট সমস্যার সমাধান হয়ে গেছে।
তাই আপনার যদি ওয়াইফাই কানেক্ট করার পরও নো ইন্টারনেট দেখায়। তাহলে আপনি এই সেটিংস করার মাধ্যমে খুব সহজেই ইন্টারনেট চালু করতে পারবেন।
ওয়াইফাই দিয়ে ইউটিউব চলে না কেন
ওয়াইফাই দিয়ে ইউটিউব চলে না কেন? এই ধরনের প্রশ্ন প্রায়ই শোনা যায়। চলুন আজ এই সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে আসি। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ফোনে বা ল্যাপটপে ওয়াইফাই চালু থাকার পরেও দেখা যায় ইউটিউব চলছে না। এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে নেটওয়ার্ক সিগন্যাল সমস্যা হওয়ার কারণে এমনটি হতে পারে। আবার এর আরেকটি কারণ আমরা বলতে পারি যে।
সেটি হল ব্যান্ডউইথ সমস্যা যখন দেখবেন। আপনি আপনার আশেপাশের নেটওয়ার্ক গুলো থেকে বড় ব্যান্ডউইথ চাচ্ছে তখন যেটা সমস্যা হয় যে youtube এ ভিডিও স্ট্রিমিং ব্যবহার করতে যখন যাবেন তখন সমস্যা দেখা দিবে। এছাড়াও আরও একটি কারণে আপনার ওয়াইফাইয়ে ইউটিউব না চলতে পারে এটি হলো আপনার যদি ওয়াইফাই অনেক ধীর গতির হয়। তাহলে আপনার ইউটিউব চলতে বাধাগ্রস্ত হবে।
তাই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার ওয়াইফাই কে ভালোভাবে চেক দিয়ে দেখতে হবে। স্পিড হাই আছে কিনা! তাহলেই আপনার ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট সমস্যার সমাধান হয়ে যাবে। আর এর মাধ্যমেই ওয়াইফাই দিয়ে ইউটিউব চলে না কেন এর সমাধান করতে পারবেন।
মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন
মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম সম্পর্কে চলুন আমরা জেনে আসি।আপনার ওয়াইফাইটি যদি হয় tp-link তাহলে আপনি এভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে। আপনি প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আপনার সামনে রাউটারের প্যানেল চলে আসবে। যদি দেখেন প্যানেলটি লক করা আছে। তবে পাসওয়ার্ড দিয়ে তা আনলক করতে হবে।
আপনার যদি পাসওয়ার্ড অজানা থাকে তবে আপনি যেটি করতে পারেন ড্যাশবোর্ড মেনু থেকে ওয়ারলেস এ ক্লিক করতে পারেন। এরপর আপনি ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করবেন। এরপর আপনি ফোনের স্ক্রিনে দেখতে পারবেন পাসওয়ার্ড এর বক্স। সেখানে আপনি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে সেভ বাটনে চাপ দিবেন। তাহলেই দেখবেন পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। আপনার ফোনটি এই সময় ডিসকানেক্ট হয়ে যাবে।
আরো পড়ুনঃ গুগল সার্চ কনসোল সেট আপ করে কিভাবে জেনে নিন
তখন আপনি যেটি করবেন আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিলেন সেটি দিয়ে কানেক্ট করে নিবেন।তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মোবাইল দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করার এটিই হলো সবচাইতে সহজ এবং কার্যকরী উপায়।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে অনেক মানুষই আছেন যারা জানেন না। তাদের আজকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানার জন্য আমরা কম্পিউটারকে ব্যবহার করে জেনে নিতে পারি। কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা অনেক সহজ। এজন্য CMD commands থেকে এটি বের করতে হবে। চলুন ধাপে ধাপে জেনে নেই।
- প্রথমে আপনাকে Command Prompt খুলতে হবে। আপনি চাইলে Windos প্লাস R ব্যবহার করতে পারেন।
- সার্চ বারে এবার CMD লিখুন দিয়ে Enter দিন।
- Command Prompt খোলা হলে আপনাকে Netsh Wlan Show Profile লিখা লাগবে।
- এবার আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত সবগুলো Wifi এর নাম দেখতে পাবেন।
- এখানে যেটা আপনি করবেন Command Prompt এ Netsh Wlan Show Profile Abc= clear লেখা লাগবে। এর জায়গায় ওই ওয়াইফাই লিখুন যে ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনি জানতে আগ্রহী।
- এ কমান্ডটিতে প্রবেশ করার পর কম্পিউটারের স্কিনে অনেকগুলো তথ্য দেখা যাবে এখানে আপনি key Connect এর সামনে আপনার সেই কাঙ্খিত ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন।
এই সেটআপ গুলো অনুসরণ করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে খুব সহজেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার সম্পর্কে অনেকেেই জানতে আগ্রহী। এখন এই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। ওয়াইফাই বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয়। গত ১০ বছরে এর চাহিদা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দিন যত যাবে এর পরিমাণ বাড়তে থাকবে। কেননা ইন্টারনেট ছাড়া বর্তমান পৃথিবী অচল বললেই চলে। এমন কোন কাজ নেই যা ইন্টারনেট ছাড়া চলে।
পৃথিবীর প্রতিটি কাজেই ইন্টারনেটের আওতায় চলে এসেছে। ইন্টারনেট ব্যবহার করেই সবাই সব কাজ করে আসছে। মানুষ এখন ডাটার পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করছে। এখন অনেক মানুষই আছে যারা ওয়াইফাই ব্যবহার করার সফটওয়্যার সম্পর্কে জানতে চাই। এই সফটওয়্যার গুলি ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারেন। এইসব সফটওয়্যার এর মধ্যে কিছু সফটওয়্যার আছে।
আরো পড়ুনঃ ৩০০+ আনকমন ফেসবুক পেজের নাম জেনে নিন
যেগুলো ঠিকমতো কাজ করে না। এগুলো সফটওয়্যার ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। এর মধ্যে একটি সফটওয়্যার হলো Password all in one এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এছাড়াও আপনি আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন সেটি হলো All RouterWifi Password এই অ্যাপস গুলো আপনি ব্যবহার করতে পারেন।
মোবাইলে ওয়াইফাই সেটিং সম্পর্কে জানুন
মোবাইল ওয়াইফাই সেটিং সম্পর্কে আমাদের অনেকেই জানেনা। চলুন সে সম্পর্কে জেনে আসি। প্রথমে আমরা দেখে আসি ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে জানা যায়। মোবাইলে কিভাবে জানা যায়? মোবাইলে এজন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হল আপনি প্রথমে আপনার যে মোবাইল আছে। এখানকার ওয়াইফাই অপশনে যান। এবার আপনি ওয়াইফাই টাকে চেপে রেখে অন করুন। দেখবেন পাসওয়ার্ড চাচ্ছে।
তখন আপনার রাউটারে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দিয়ে দিন। তাহলেই দেখবেন আপনার ওয়াইফাইটি চালু হয়ে গেছে। আবার যদি আপনি দেখেন যে ওয়াইফাই এ যাওয়ার পর ওয়াইফাই কানেক্ট করার পর। যদি সেখানে দেখায় cannot provide intertet তবে বুঝবেন ওয়াইফাই এর প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে আপনি প্যাকেজ নিয়ে ওয়াইফাই অপশন এ গিয়ে চালু করুন। দেখবেন ইন্টারনেট চালু হয়ে গেছে।
ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম
ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম সম্পর্কে জিনে নিই। আপনার যদি টিপিলিংক রাউটার থাকে।তবে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে 192.168.0.1 সংখ্যাটি আপনাকে ব্যবহার করতে হবে। এজন্য আপনি প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে 192.168.0.1 এই সংখ্যাটি দিয়ে সার্চ করবেন। তাহলে আপনাকে রাউটারের রাউটার প্যানেলে নিয়ে যাবে। এই 192.168.0.1 সংখ্যাটি হলো টিপিলিংকের গেটওয়ে।
আপনি টিপিলিংক রাউটার ব্যবহার করলে অবশ্যই এটি আপনার গেটওয়ে হবে। এই 192.168.0.1 সংখ্যাটি দিয়ে প্রবেশ করলে অনেক সময় অ্যাডমিন লগইন পাসওয়ার্ড চাইতে পারে। এজন্য আপনাকে যেটি করতে হবে tp-link router এর ডিফল্ট পাসওয়ার্ডটি ব্যবহার করে লগইন করতে হবে।এরপর আপনাকে ওয়ারলেস অপশনে গিয়ে সেখান থেকে ওয়ারলেস সিকিউরিটিতে ক্লিক করতে হবে।
নতুন পাসওয়ার্ড লিখে সেভ করে দিবেন। আর এভাবেই খুব সহজেই আপনি ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট সমস্যার সমাধান পাবেন এবং ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
মোবাইলে ওয়াইফাই চালু হচ্ছে না
মোবাইলে ওয়াইফাই চালু হচ্ছে না। এর কারণ হচ্ছে অনেক সময় নেটের স্পিড অনেক অনেক কম থাকার কারণে ওয়াইফাই সহজে চালু হতে চাই না। নেটওয়ার্ক ফেলড দেখায় বারবার। এজন্য আপনি যেটা করতে পারেন আপনি কিছুক্ষণ পর চেষ্টা করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার মোবাইলে খুব সহজেই নেট কানেক্ট হয়ে গেছে। অনেক এমন ধরনের সমস্যা রয়েছে যেটির ফলে মোবাইলে চালু না হতে পারে।
এজন্য আপনাকে আপনার নেটের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা এই দিকে নজর দিতে হবে। অনেক সময় দেখা যায় যে ইন্টারনেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে মোবাইলে নেট কানেক্ট হতে চায় না।এই সময় দেখা যায় can not provide intertet অর্থাৎ এটার অর্থ এই দাঁড়ায় যে এই মুহূর্তে নেট সংযোগ করা সম্ভব হচ্ছে না। এ কারণগুলো মাথায় থাকলে ওয়াইফাই কানেক্ট না হওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।
Wps app দিয়ে wifi কানেক্ট করুন
Wps app দিয়ে wifi কানেক্ট দেখুন। Wps বোতাম ব্যবহার করে যাতে আপনি খুব সহজেই আপনার সংযোগ কে ওয়াইফাই নেটওয়ার্কের সাথে ব্যবহার করতে পারে পারবেন। আপনি খুব সহজেই। চলুন আমরা এই সম্পর্কে এখন বিস্তারিত জেনে আসি। আপনার মনে হতে পারে যে Wps কানেক্ট করবেন কিভাবে? এর জন্যন সেজন্য ডিজাইন করা হয়েছে। Wps এর সুবিধা হলো পাসওয়ার্ড ব্যবহার না করেই কানেক্ট করতে পারবেন।
আরো পড়ুনঃ মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো জানুন বিস্তারিত
আপনি প্রথমে Wps টি অ্যাপসটি ওপেন করুন। এজন্য আপনার রাউটারের ভিতরে থাকা বোতাম চাপবেন। এরপর দেখবেন অ্যাপসটি আপনাকে নেটওয়ার্কের সাথে খুব সহজে সংযুক্ত করবে। পাসওয়ার্ড ব্যবহার করা হয় না যার কারণে Wps কম নিরাপদ। এমন কিছু রাউটার আছে যেগুলোতে নিরাপত্তার ত্রুটি রয়েছে। এসব রাউটারে যদি আপনি ব্যবহার করেন তবে ঝোঁকির সম্মুখীন হবে।
রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url