গুগল সার্চ কনসোল সেট আপ করে কিভাবে জেনে নিন

গুগল সার্চ কনসোল সেট আপ করার পদ্ধতি জানা থাকলে আপনি নানাভাবে উপকৃত হতে পারবেন। কেননা আপনার ওয়েবসাইটে আপনি যদি গুগল সার্চ কনসোল যুক্ত করেন, তবে আপনার ওয়েবসাইটের যাবতীয় ডাটা দেখতে সক্ষম হবেন।

গুগল-সার্চ-কনসোল-সেট-আপ
গুগল সার্চ কনসোল সেট আপ করার পদ্ধতি সম্পর্কে জানতে হলে নিচের দেওয়া লেখা গুলি খুব যত্ন সহকারে পড়তে হবে। তাহলে মূলত আপনি গুগল সার্চ কনসোল সেট আপ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন এবং ডাটা দেখতে পাবেন।

সূচিপত্রঃ গুগল সার্চ কনসোল এবং গুগল এনালিটিক্স সেটআপ করার প্রক্রিয়া জানুন

গুগল সার্চ কনসোল সেট আপ করার পদ্ধতি

গুগল সার্চ কনসোল সেট আপ করার পদ্ধতি সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী। চলুন আজকে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করে কিভাবে তা বিস্তারিত জেনে নিই? গুগল সার্চ কনসোল এর মাধ্যমে একটি ওয়েবসাইটের যাবতীয় তথ্য জানা যায়। আপনার ওয়েবসাইটের প্রতিটি কনটেন্ট এর জন্য কতটি ক্লিক পরলো বা প্রতিটি কন্টেন্টের র‍্যাঙ্ক পজিশন কত? তা গুগল সার্চ কনসোল এর মাধ্যমে জানা যায়।

গুগল সার্চ কনসোল সেট আপ করার প্রক্রিয়াঃ

প্রথম ধাপঃ ব্লগারে এসে অর্থাৎ যেখানে আপনি লেখালেখি করেন সেখানে আসতে হবে। তারপর যে কাজগুলো করতে হবে দেখে নিন। Settings-Privacy-Visible to search engines on করতে হবে। Settings-Meta Tags- Enable search description on করতে হবে এবং সেই সাথে Search description এ আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে এক-দুই লাইন লিখে দিবেন। Settings-Crawlers and indexing-Enable custom robots.txt on করতে হবে এবং সেই সাথে নিচে থাকা Custom robots.txt তে ক্লিক করে, 

User-agent: *

Allow: /ads.txt

Allow: /

Sitemap: https://www.ordinaryit.com/sitemap.xml

Sitemap: https://www.ordinaryit.com/sitemap-pages.xml

এই লেখাটুকু copy করে বসাতে হবে। ordinaryit এর জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের domain নামটি বসাবেন। এরপর নিচে থাকা Home page tags গিয়ে All button select করবেন। এরপর নিচের Archive and search page tags গিয়ে All button select করবেন এবং সর্বশেষ নিচের থাকা Post and page tags এ গিয়ে All  button এবং noodp button select করবেন।

দ্বিতীয় ধাপঃ Google Search Console লিখে Google এ সার্চ করবেন। দেখবেন Domain এবং URL prefix নামে দুটি বক্স আসবে। এরপর আপনি URL prefix বক্সের ভিতরে আপনার ওয়েবসাইটের url link টা copy করে এনে বসাবেন এবং শেষে একটা  / এই চিহ্নটা আসবে। এই চিহ্নটা delete করে দিবেন। তারপর continue তে ক্লিক করবেন দেখবেন যে auto verified নিয়ে নিবে এবং নিচে লেখা উঠবে Go To Property সেখানে ক্লিক করবেন। তাহলে আপনাকে Google Search Console এর মেইন ড্যান্সবোর্ডে নিয়ে আসবে।

তৃতীয় ধাপঃ Google Search Console এর ড্যাসবোর্ড যাওয়ার পর Settings এ যেতে হবে। এখান থেকে HTML tag এ গিয়ে 1 নাম্বার code টি copy করবেন। copy করার পর আপনার ওয়েবসাইটের theme এ গিয়ে Head সেকশন শুরু হয়েছে সেখানে আপনি এই copy করা code টি বসিয়ে দিবেন। তারপর save করে নিবেন। এবার আবার Google Search Console এ গিয়ে verify এ ক্লিক করবেন। দেখবেন verify হয়ে গেছে।

চতুর্থ ধাপঃ আবারো Google Search Console এর ড্যাসবোর্ড যাওয়ার পর Settings এ যেতে হবে। তারপর ‍Sitemaps গিয়ে দেখবেন একটা বক্স দিবে বক্সে আপনি sitemap-pages-xml লিখে submit দিবেন। এরপর আবারো একটি বক্স আসবে সেই বক্সে sitemap.xml লিখে submit দিবেন।

গুগল সার্চ কনসোল সেট আপ হলো কিনা তা চেক করে নিনঃ

চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটের লিংকটা গুগল সার্চবারে দিয়ে তারপর / চিহ্নর পর থেকে type করুন robots.txt । করার পর যদি দেখেন আপনার url link দিয়ে যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। তাহলে বুঝবেন গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট Add হয়ে গেছে।

গুগল সার্চ কনসোলে এডমিন এক্সেস দেওয়ার নিয়ম

গুগল সার্চ কনসোলে এডমিন এক্সেস দেওয়ার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। চলুন আজকে আমরা বিভিন্ন প্রয়োজনে অন্য কাউকে কিভাবে আমাদের ওয়েবসাইটের এডমিন এক্সেস দিবো, সেই সম্পর্কে জেনে আসি।

গুগল-সার্চ-কনসোলে-এডমিন-এক্সেস-দেওয়ার-নিয়ম
Google Search Console এর ড্যাসবোর্ড এ যাওয়ার পর settings এ যেতে হবে। সেখান থেকে users and permissions এ গিয়ে ক্লিক করতে হবে। তারপর Add User এ গিয়ে Email দেওয়ার পর Owner select করতে হবে। তাহলে দেখবেন আপনি যাকে এডমিন এক্সেস দিতে চাচ্ছিলেন, দেখবেন তাকে দেয়া হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই গুগল সার্চ কনসোলে এডমিন এক্সেস দিতে পারবেন।

গুগল এনালিটিক্স কি

গুগল এনালিটিক্স কি এ সম্পর্কে অনেকেই জানতে চাই। চলুন আজকে আমরা এ সম্পর্কে জেনে নিই। গুগল এনালিটিক্স গুগলের এমন একটি টুলস যা একটি ওয়েবসাইটের যাবতীয় ডাটা track করতে কাজ করে থাকে। আপনার প্রতি দিনের, প্রতি সপ্তাহের, প্রতি মাসের, প্রতি বছরের, ডাটার অবস্থার উপর রিপোর্ট তৈরি করে থাকে।

আপনার ওয়েবসাইটটির আগের অবস্থা কেমন ছিল এবং বর্তমানের অবস্থা কেমন সবকিছু আপনি গুগল এনালিটিক্স এর মাধ্যমে জানতে সক্ষম হবেন। এছাড়াও আপনি গুগল এনালিটিক্স এর মাধ্যমে প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে কতজন ইউজার আপনার ওয়েবসাইটে রয়েছে তা জানতে পারবেন। তাই আপনি যদি আপনার ওয়েবসাইটকে গুগল এনালিটিক্স এর সাথে যুক্ত করেন, তবে আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্য খুব সহজেই জানতে সক্ষম হবেন।

গুগল এনালিটিক্স সেট আপ করার পদ্ধতি

গুগল এনালিটিক্স সেট আপ করার পদ্ধতি সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। চলুন আজকে আমরা একটি ওয়েবসাইটকে কিভাবে গুগল এনালিটিক্স এর সাথে যুক্ত করা যায়? সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসি।

গুগল-এনালিটিক্স-সেট-আপ-করার-পদ্ধতি
প্রথম ধাপঃ গুগল এনালিটিক্স লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তার মধ্যে আপনাকে Goole Analytics for Beginners এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর উপরের লিংকে তাকাবেন। তারপর .com/থেকে বাদ বাকি যা আছে তা কেটে ফেলবেন। দিয়ে Enter চাপ দিবেন। দেখবেন যে Welcome to Google Analytics দেখাচ্ছে।

দ্বিতীয় ধাপঃ এরপর start measuring এ ক্লিক দিবেন। তারপর দেখবেন new account name চাইবে। ওইখানে আপনি আপনার ইচ্ছামতো একটা নাম দিয়ে দিবেন। তারপর নিচে অনেকগুলো বক্স দেওয়া থাকবে ছোট ছোট এই বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে নিচে দেখবেন property name চাচ্ছে। ওইখানে আপনি আপনার ডোমের নামটি দিয়ে দিবেন এবং time zoon set করার জায়গায় Bangladesh select করে দিবেন। currency হিসেবে US Doller select করে দিবেন এবং তারপর next button এ ক্লিক করবেন।

তৃতীয় ধাপঃ Business information- science select করবেন। business size- medium select করবেন। এরপর নিচের ফাঁকা বক্সগুলো সবগুলোতেই টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর create button এ ক্লিক করবেন। তারপর আবারো Bangladesh select করে দিবেন। তারপর নিচে চলে আসবেন। দুইটা খালি বক্স পাবেন। এই খালি বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর I agree button এ ক্লিক করবেন। তারপর দেখবেন success দেখাবে।

চতুর্থ ধাপঃ Email information এর জন্য অনেকগুলো বক্স দেখাবে। সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে পূরণ করে দিবেন। তারপর save বাটনে ক্লিক করবেন। এরপর দেখবেন নিচে choose platform দেখাচ্ছে। choose platform থেকে web এ ক্লিক করবেন। এরপর আপনার কাছে website URL আসবে। এখানে আপনি https select করার পর পাশের বক্সে আপনার ওয়েবসাইটের URL বসিয়ে দিবেন। https আগে থেকেই বসানো আছে, তাই সেটি বাদ দিয়ে বাদ বাকি যা আছে তা বসিয়ে দিন। পাশের stream name এ আপনার ওয়েবসাইটের ডোমের নামটি দিবেন। তারপর create stream button  এ ক্লিক করবেন 

পঞ্চম ধাপঃ এরপর দেখবেন web stream details আসবে। তারপর নিচের দিকে আসবেন। দেখবেন Configure tag settings নামে একটি অপশন রয়েছে। সেটিতে ক্লিক করবেন। তারপর installation instruction এ ক্লিক করবেন। দেখবেন দুটো অপশন আসবে তার মধ্যে দ্বিতীয়টিতে ক্লিক করবেন অর্থাৎ install manually তে ক্লিক করবেন। দেখবেন একটা কোড আসবে। সেই কোডটি copy করবেন। তারপর আপনার ওয়েবসাইটের theme সেকশন এ গিয়ে দেখবেন head লিখা শুরু হয়েছে head এর পরে আপনার মাউসের কাটসর রেখে enter দিবেন। দিয়ে copy করা link টি paste করবেন, দিয়ে save করবেন।

লেখকের শেষ কথা

উপরের আলোচনায় গুগল সার্চ কনসোল এবং গুগল এনালিটিক্স সেটআপ করার প্রক্রিয়া দেখানো হয়েছে। গুগলের এই দুইটা টুলস একটি ওয়েবসাইটের জন্য খুবই উপকারী। কেননা এই দুইটা টুলস ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্য খুব সহজেই জানতে সক্ষম হবেন। 

এই দুইটা টুলস এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থা ও আগের অবস্থা কেমন ছিল তার তুলনা করতে পারবেন এবং সেই সাথে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কতটি ভিজিটর আসছে। প্রতি মাসে, প্রতি দিনে, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে ।

আর এ সকল তথ্য আপনি জানতে পারবেন একমাত্র এই দুইটা টুলস এর মাধ্যমে। তাই আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে। তাহলে আপনি গুগল সার্চ কনসোল এবং গুগল এনালিটিক্স এই দুইটা টুলস আপনার ওয়েবসাইটে সেট করে নিবেন। তাহলে আপনি উপকৃত হতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিটেক্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url